মুর্শিদের দামান

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

মুর্শিদের দামান
মুফতি মুহাম্মদ আবু ইউসুফ

সন্ত্রাসী হবে না তো, আর কি হবে?
জঙ্গিবাদী হবে না তো, আর কি হবে?
নবির শিক্ষা-দীক্ষলা, নাই যাদের মাঝে
জঙ্গিবাদী-সন্ত্রাসি তারাইতো হবে।।
নাই যাদের আল্লাহ-রাসূল-
নাই যাদের মা-বাবা কুল.
নাই যাদের পীর-মু©র্র্শদ-
যায় না যারা খানকা শরীফ।।
যেত যদি সকলে, পীর-মুর্শিদের দরবারে-
সঠিক পথের সন্ধান পেত, খানকা শরীফে.
না গিয়ে খানকা শরীফে-
যাচ্ছে জঙ্গি আসত্মানাতে,
ইসলামের নামে তারা
উগ্রবাদিতা ছড়াচ্ছে।।
পীরুমুর্শিদের দামান ছেড়ে, রাজনীতিতে যুক্ত হয়ে
কালো বোরকা পড়ে তারা, সন্ত্রাসী করে,
পীর- মুর্শিদের বা’য়াত যারা, সন্ত্রাসী করে না তারা,
এসো খানকা শরীফে-
জঙ্গিবাদ ছেড়ে চল মুর্শিদের কদমে।।

ইলমের মহাসমুদ্র
মীর মাহমুদুল হাসান আকন্দ
শিক্ষার্থী: আলিম ১ম বর্ষ

তোমার পায়ের নিচে এসে হয়েছি গো-ধন্য,
তোমারই সংস্পর্শে জীবন মোর পূর্ণ।
পদতলে পেয়েছি ইলমের মহাসমূদ্র,
দ্বীনের খেদমতে সদা রয়েছে অনিদ্র।
গর্জে তোমার হয়েছে শত শত অজ্ঞ ভীত,
সত্যের আলোয় বানিয়েছ বহু মুজাহিদ।
জাতিকে দেখিয়েছ নব দিগমত্ম,
তোমার জ্ঞানের নেই কভু অমত্ম।
অন্ধকারে নিমগ্ন যখন এ দেশ,
দ্বীন ইসলামের ঝান্ডা নিয়ে করেছ প্রবেশ।
শামিত্মর পথে কতনা পথিক ঐ কাফেলায়,
দু’হাত ধরে নিয়ে গেছ গমেত্মব্যের মাক্বানায়।
জ্ঞান ভান্ডারের মহা সাগর তুমি কাদেরিয়া,
রাসূলের শান-মান অনবরত চলিয়াছ গাহিয়া।

প্রার্থনা
মোহাম্মদ হাবিবুর রহমান
অনার্স ১ম বর্ষ (আল-কুরআন বিভাগ)

ঘুমানোর সময় আমি মনে মনে বলি,
ফজরের সময় যেন মসজিদে চলি।
মসজিদে হাত তুলে প্রার্থনা করি,
ক্ষমা কর ওহে প্রভু, আমার গুনাহগুলি।
গুনাহ নিয়ে যাই যদি কবরে আমি-
ফিরিশতা দিবে আযাব দিবা-নিশি।
যোহর-আসর নামায আদায় যেন করি,
অবহেলা ছেড়ে সদা মসজিদে চলি।
মাগরিব-এশার নামায শেষে প্রার্থনা করি,
সরল পথে আমি যেন সর্বদা চলি।
যে পথে ছিলেন নবী ও সাহাবী,
আমি যেন সেই পথ অনুসরন করি।

কাদেরিয়া
মুহাম্মদ কামাল উদ্দিন নোমানী
শিক্ষার্থী: ফাজিল ১ম বর্ষ

বিদ্যার নহর তyুম, জ্ঞানের বাগান,
মমতাময়ী তুমি, সুন্নিয়তের প্রাণ।
তুমি মিশে আছ মোর প্রাণ ও হিয়ায়,
তুমি নিয়োজিত সদা জগৎ সেবায়।
তোমা তরে নিবেদিত সব মুসলমান,
তুমি ‘কাদেরিয়া’ সুন্নিয়তের প্রাণ।
এখানে ওলির ছোঁয়া প্রতিটি কণায়,
এখানে এলে মানুষ সত্যের দিশা পায়।
দিশেহারা মানুষের তুমি আছ পাশে,
তাইতো সবে তোমায়, এত ভালবাসে।
মু’মিনের প্রাণ তুমি ওহে ‘‘কাদেরিয়া’’,
তোমায় পেয়ে ধন্য মোরা , জানাই শুকরিয়া।

কাদেরিয়ার আহবান
ইবনে আবু বকর
শিক্ষার্থী: ফাজিল ৩য় বর্ষ

ঊনিশ শত আটষট্টি ঈসায়ি সালের কথা-
আওলাদে রাসুল হুজুর ক্বিবলা তৈয়্যব শাহ্,
করলেন ঢাকায় কাদেরিয়া মাদরাসা প্রতিষ্ঠা;
জানান দিতে ইসলামের মৌলিক কথা।
‘‘ঈমান-আক্বিদা হিফাজত করুন।
বাতিল ফিরকা থেকে দূরে থাকুন।
কুরআন-সুন্নাহর পথে-মতে চলুন,
হুজুরি ক্বালবে নামায পড়ুন।
সত্য আলো; সদা সত্য বলুন।
মিথ্যা কালো; মিথ্যা ত্যাগ করুন’’।
সঠিক পীরের হাতে হলে বায়’আত,
মরণ পরে পাবে সুখের জান্নাত।

ঈদ-এ মিলাদুন্নবী
মুহাম্মদ আলমগীর হোসাইন
আলিম ১ম বর্ষ

ঈদ -এ মিলাদুন্নবীর মাস আসছে সবার ধারে
আসিশ ঝড়ে পড়বে সবার নবীর জন্ম দিনে,
অংশ গ্রহণ কর যদি জশনে জুলুছে,
খোদার রহম আসবে তোমার মুসিবতের দিনে।
দুই হাত তুলে বলবো, দরবারে আল্লাহর
হে খোদা মোদের দাও প্রিয় নবীর দিদার।
প্রিয় নবী নূরুন্নবী তোমার শুভাগমনে,
কেমন করে বাচি প্রাণে তোমার পরশ বিনে?
যে যাই বলুক না ভাই, লোকেরা আমায়ম,
শুধু আমি প্রিয় নবীর দিদারটুকু চাই।
এস জশনে জুলুসে, তাই যোগ দেই সবাই
যদি মোদের ঈমানখানি মজবুত করতে চাই,
তাই বলবো, এসো নবীর জন্মদিনে,
উৎসব করি হে মুসলিম ভাই।

মোদের দুষ্ট ভাই
সুমাইয়া ইসলাম
দাখিল সপ্তম শ্রেণি (মহিলা শাখা)

শরফুদ্দিন মোদের দুষ্ট ভাই
পন্ডিতবাজির অভাব নাই
মুফতি হুজুরের অনুরোধে-
মুহাম্মদ বলে ডাকে সবে।
আমরা যখন পড়তে বসি ,
মাস্টারি তার মাথায় আসে
উঠে বসে টেবিল পরে
বলিনা কিছু মায়ের ভয়ে।
সে যে তাদের আদরের ছেলে,
বাবা তাকে সঁপে দিয়েছে
হুজুর কিবলার চরণতলে,
দাদার ইচ্ছা হাফেজ হবে
আম্মুর ইচ্ছা আলেম হবে।
ইন-শা-আল্লাহ সে বাতিলের-
আতংক হবে।
সুন্নিজগতের সকল ভাই
সেই ভাইটির জন্য তাই,
একটু খানি দোয়া চাই।

কাদেরিয়া মাদরাসা
এস এম হাসনাইন
৪র্থ শ্রেণি কর্মচারি
কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া কামিল মাদরাসা
তুমি নব শতাব্দীর সেরা উপহার,
তুমি উড়াতে পার মহা তরিতে
সুন্নিয়তের পতাকা, তাইতো তোমায় দরকার।
চারদিকে হায়, স্রোতে বয়ে যায়
গোমরাহি আর বাতিল অন্ধকার,
হে নব মাঝি , তোমায় খুঁজি আজি
এস হাতে পতাকা নাও, তাড়াও অন্ধকার।
চার যুগ ধরে জ্ঞানপিপাসুগণ তোমার কোলে এসে
জ্ঞান ভান্ডার বিলাতে তাঁরা ছুটছে দেশে দেশে,
হুজুর কিবলার নেক নজরের ছোঁয়া পেয়েছ তুমি
তরিকতের মশাল নিয়ে আবাদ কর এ ভূমি।
আউলিয়া কেরাম, গাউছ কুতুবের মতাদর্শপেয়ে,
এগিয়ে চল ভয় পেয়না আসুক ঝড় তুফান
মদদ করবেন আল্লাহ তায়ালা দয়াময় রহমান।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment