ওজর সম্পন্ন ব্যক্তির হজ্জ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

শরীয়ত অসুস্থ ও বিবেকভ্রষ্ট ব্যক্তির উপর হজ্জ ফরয করেনি। অবশ্য কেউ তার পক্ষ হয়ে হজ্জের কার্যাদি সম্পন্ন করবে। যেহেতু হজ্জের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রুকন আরাফাতে অবস্থান করা সেহেতু অসুস্থ ব্যক্তিকে অবশ্যই ওয়াক্বূফ স্থলে নিয়ে যাবে এবং সে ইহরাম অবস্থায় থাকলে তার সাথী তার পক্ষ হয়ে তালবিয়্যহ পড়বে, অন্যথায় সহকারী ব্যক্তি প্রথমে ইহরাম পড়বে এবং পরে তালবিয়্যহ পড়বে।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment