কাছাকাছি পা রেখে লাফিয়ে লাফিয়ে তাড়াতাড়ি এবং কাঁধ দুটোকে হেলিয়ে দুলিয়ে চলার নাম রামাল। যে তাওয়াফের পর সা’ঈ করা হয় না ওই তাওয়াফে রামাল নেই। হ্যাঁ যে তাওয়াফের পরে সা’ঈ করবে সে তাওয়াফের প্রথম তিন চক্করে রামাল করতে হয়। তিন চক্করের পর রামাল নেই। কোন কারণে রামাল করতে না পারলে কোন অসুবিধা নেই।
ইদ্বতিবা
ইহরামের দুটি চাদরের উপরের চাদরের একাংশকে ডান বগলের নিচ থেকে বের করে বাম কাঁধের উপর ঝুলানোর নাম ইদ্বতিবা। যখনই রামাল করা হয় শুধু তখনই ইদ্বতিবা করা হয়, অন্যথায় নয়।
জিনায়াত বা ভুলত্রুটি
এমন কোন অপরাধ বা কাজ করা যা হেরম এলাকায় কিংবা ইহরাম অবস্থায় করা নিষিদ্ধ তা হচ্ছে জিনায়ত। যে হেরম এলাকায় ঘাস, লতা-পাতা, গাছ-পালা কাটা এবং এলাকার পশু শিকার করা এদের কষ্ট দেয়া বা উত্যক্ত করা ইত্যাদি হেরমের ত্রুটি-বিচ্যুতি হিসাবে বিবেচিত। আর সেলাই করা কাপড় পড়িধান করা, মাথা-চেহারা ঢেকে নেওয়া, নখ কাটা, চুল পরিস্কার করা, সুগন্ধি ব্যবহার করা, স্ত্রী সহবাস করা ও স্থলভাগের পশু শিকার করা এবং হজ্জের ওয়াজিবসমূহ থেকে কোন একটা বর্জন করা ইত্যাদি ইহরামের নিষিদ্ধ কার্যাবলী বলে চিহ্নিত। এ উভয় প্রকারের ত্রুটি-বিচ্যুতির কোন একটা করে থাকলে তজ্জন্য দম বা ‘বদলা’ দেয়া ওয়াজিব।






Users Today : 341
Users Yesterday : 767
This Month : 14763
This Year : 186634
Total Users : 302497
Views Today : 36159
Total views : 3612902