হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেছেন: সত্য বলাকে নিজের উপর অপরিহার্য করে নাও। কেননা সত্যবাদীতা নেকীর দিকে আর নেকী জান্নাতের দিকে নিয়ে যায়।
যে মানুষ সত্য বলে আর এ জন্যে চেষ্ট করতে থাকে, এতে সে আল্লাহ্ তা’আলার কাছে সত্যবাদীদের তালিকায় লিপিবদ্ধ হয়ে যায়।
মিথ্যা থেকে বিরত থাক, কেননা মিথ্যা গুনাহ ও অশ্লীলতার দিকে আর গুনাহ এবং অশ্লীলতা জাহান্নামের দিকে নিয়ে যায়।
যে মানুষ মিথ্যা বলতে থাকে আর এ দিকে আল্লাহ্’র কাছে তার নাম মিথ্যাবাদীদের তালিকায় লিপিবদ্ধ হয়ে যায়।
হযরত লুক্বমান (রাঃ) এর উক্তি
হযরত লক্বমান (রাঃ) এর কাছে কেউ জিজ্ঞেস করেছিল : আপনি এত উচ্চ মক্বাম ও মরযাদা কিভাবে হাসিল করেছেন? বললেন, সত্যবাদীতাও আমানতদারী অবলম্বন এবং বেহুদা বিষয় পরিত্যাগ করার মাধমে।
সুত্র: তাম্বীহুল গাফেলীন