এই দূর্গা পূজায় কয়েকটা বিষয় ক্লিয়ার করা জরুরি মনে করিঃ
১ আমরা সনাতন ধর্মাবলম্বী আশ্বিন মাসে যে দূর্গা পূজা করি,একে শারদীয় দুর্গাপূজা বলা হয়,শারদীয় দুর্গোৎসব কিংবা সার্বজনীন দুর্গোৎসব নয়। সুতরাং শুভেচ্ছা জানাতে হলে,শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানান, শারদীয় দুর্গোৎসব কিংবা সার্বজনীন দুর্গোৎসবের নয়।
২ ধর্ম যার যার,উৎসব সবার’ এটি একটি রাজনৈতিক প্রপাগান্ডা। বলা ভালো রাজনৈতিক ভন্ডামি। সনাতন ধর্মের মূলধারার সাধু সন্ন্যাসীরা নিজ ধর্মের অনুষ্ঠান একান্তই নিজের বলে মানেন। স্বধর্মের আচার-অনুষ্ঠান কখনও সার্বজনীন বা সকলের হয় না।
৩. পূজার সময় যে নাড়ু বা বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয়,তা মূলত ঈশ্বরের উদ্দেশ্যেই তৈরি করা হয়।
সহজভাবে বলতে গেলে এগুলো ঈশ্বরের নামে অর্পন করা হয়। তাই পূজায় নাড়ু পিঠা খেতে চাইলে ব্যাপারটা মাথায় রেখে খেতে চাইবেন।
জয়ন্ত শুল্কা ভট্টাচার্য