মুয়াবিয়া (রা:) ইসলাম গ্রহণের সঠিক দিন নির্ণয়ঃ
প্রিয় পাঠকগণ আমরা আজসুন্নী মুসিলমরাও দিনদিন সঠিকমতবাদ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি আমাদের ইসলাম ধর্মের ইতিহাসকে বিভিন্ন ভাবে বিক্রিত করে ফিতনা ছড়ানো হচ্ছে সঠিক ইসলাম এবং মূল ইসলামে সঠিক ইতিহাস একমাত্র ওলী আওলিয়াদের মধ্যে তালাশ করিলে পাওয়া যায়।কিন্তু আফসোস আমরা দিন দিন তাদের বিপরীত মুখী হয়ে যাচ্ছি।তাদের রচিত কোন কিতাব না পড়ে বাজারের আলতু ফালতু কিতাব পড়ে নিজে বিভ্রান্ত হচ্ছি এবং অপরকে বিভ্রান্ত করছি।এমনই একটি বিভ্রান্তুমূলক তথ্য হলো হযরত আমীরে মুয়াবিয়া (রা:) ওনার ইসলাম গ্রহণের সাল উক্ত তথ্যটি আমি হাকীমূল উম্মাত আহমেদ ইয়ার খান নঈমী (র:)ওনার রচিত নিজ কিতাব এবং ফতহুল বারী থেকে দলিল দিব……..
ইসলাম গ্রহণ ১ম সূত্র:
আমরা অনেকেই জানি আমীরে মুয়াবিয়া (রা:) মক্কা বিজয়ের সময়ই সলাম ধর্ম গ্রহণ করেন এই মতটি নির্ভরেযাগ্য নয় কারণ আমি নিজেই এখানে হাকীমূল উম্মাত ও বুখারী শরীফের শরাহফতহুল বারীর ভিত্তিতে দেখা যায় আমীরে মুয়াবিয়া (রা:) ইসলাম ধর্ম গ্রহণ করেন হুদায়বিয়ার সন্ধীর দিন ৮ম হিজরীতে,তবে তার ইসলাম ধর্ম গ্রহণটি তখন কারো কাছে প্রকাশ পায়নি, যখন মক্কা বিজয় হলো তখন তার ইসলাম গ্রহণের ব্যপারটি প্রকাশ করেন।
[আহমেদ ইয়ার খান নঈমী রচিতঃ আমীরে মুয়াবিয়া (রা:)]
ইসলাম গ্রহণ২য় সূত্র:
ওয়াকেদি বলেন, হুদায়াবিয়ার সন্ধির পর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তবে বিষয়টি গোপন রেখেছিলেন। পরবর্তী সময়ে মক্কা বিজয়ের সময় প্রকাশ করেছিলেন। (ফাতহুল বারী : ৩/৪৩৩)।