নবী করিম [ﷺ]-এর উপর দুরুদ শরীফ পাঠ এর ফযীলত

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

 দরসে হাদীসঃ [হাদীস নং- (৮৬১]
অধ্যায়ঃ [নবী করিম [ﷺ]-এর উপর দুরুদ শরীফ পাঠ ও দুরুদ শরীফের ফযীলত]

হযরত আবূ হুরাইরা [رضي الله عنه] হতে বর্ণিত, তিনি বলেন,
রাসূলাল্লাহ [ﷺ] এরশাদ করেছেনঃ 

[وعن ابى هريرة قال قال رسول الله ﷺ من صلى على واحدة صلى الله عليه عشرا. (رواه مسلم)]

“যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পড়লো, তার প্রতি আল্লাহ্ দশটি রহমত বর্ষণ করবেন।”(টীকাঃ ১.) [মুসলিম]

□ উক্ত হাদীস শরীফের ব্যাখাঃ #MustShAre
    _______________________

◇ টীকাঃ ১.
এ হাদীসের সমর্থন ক্বোরআন-ই করীমের নিন্মোক্ত আয়াত করে থাকে-

                [ مَن جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ]     
(অর্থাৎঃ যে কেউ একটা সৎকর্ম করবে তার জন্য তদনুরূপ দশগুণ রয়েছে। ৬:১৬০)

ইসলামে একটি পূণ্যের বিনিময় কমপক্ষে দশ(১০)গুণ। স্মর্তব্য যে, বান্দা নিজের যোগ্যতানুসারে দুরুদ শরীফ পাঠ করে; কিন্তু আল্লাহ্ তা’আলা আপন মর্যাদা অনুসারে তার প্রতি রহমত বর্ষণ করেন, যা বান্দার ধারণা ও চিন্তার অতীত।
[সূত্রঃ মিরআতুল মানাজীহ শরহে মিশকাতুল মাসাবীহ, কৃত- মুফতী আহমদ ইয়ার খান নঈমী আশরাফী বদায়ূনী, বঙ্গানুবাদঃ মাওলানা আব্দুল মান্নান, ২য় খন্ড, পৃ. ১০৭, হাদীস নং-৮৬১ এর টীকাঃ

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment