♥ হযরত আবু হুরায়রা~{রাদিয়াল্লাহু তায়ালা আনহুম আলাইহী}~থেকে বর্ণিত, নবী কারীম-রাহমাতুল্লীল আলামিন-শাফিউল মোজনেবীন-নুরে মোজাচ্ছম~[ﷺ]~ইরশাদ করেছেন,
“মহান আল্লাহ তায়ালা বলেন, আমার বান্দাদের মধ্যে বেশি প্রিয় হচ্ছে সেই, যে ইফতার তাড়াতাড়ি করে।”
★ তিরমীযি শরীফ, খন্ড-০২, পেজ-১৬৪, হাদিস নং-৭০০
♥ আল্লাহর রাসুল-উম্মতের রাহবার-ছাহেবে লাওলাক-হুজুর পূরনুর~[ﷺ]~ইরশাদ করেছেন,
“যে ব্যাক্তি রমজান মাসে কোনো নেশার বস্তু পান করে কিংবা কোনো মু’মীনের বিরদ্ধে অপবাদ রচনা করে অথবা এই মাসে কোনো গুনাহের কাজ করে, আল্লাহ তার এক বছরের আমল-(সত্ কর্ম)-বিনষ্ট করে দিবেন। সুতরাং তোমরা রমজানের বেলায় অলসতা করতে ভয় করো, কেননা এটা আল্লাহর মাস। আল্লাহ তায়ালা তোমাদের জন্য এগারো মাস-(সৃষ্টি)-করেছেন, যাতে তোমরা সেগুলোতে নেয়ামত গুলোর সাধ গ্রহন করতে পারো। আর নিজের জন্য-একটা মাত্র মাস’কে বিশেষ ভাবে নির্ধারণ করেছেন, সুতরাং তোমরা রমজান মাসের বেলায়-ভয় করো।
★ আল মুজামুল আওসাত, খন্ড-০২, পেজ-৪১৪, হাদিস নং-৩৬৮৮, রমজানের ফজিলাত, পেজ-৫৪-৫৫