নাসির উদ্দিন আলবানীর মতে কালিমা সহিহ
ইবনে কাইয়ুম আল জুওযিয়্যার ফতোয়া
নাসির উদ্দিন আব্দুল করিমের বর্ণনা
সালাফিদের ধর্মীয়গুরু নাসির উদ্দিন আলবানী সাহেব التعليقات الحسان على صحيح ابن حبان গ্রন্থে বর্ণনা করেছেন-
عن سعيد بن المسيب ان ابا هريرة رضى الله عنه اخبره ان رسول الله صلى الله عليه وسلم- قال امرت ان اقاتل الناس حتى يقولوا لا اله الا الله فمن قال لا اله الا الله فقد عصم منى نفسه وماله الا بحقه وحسابه على الله- وانزل الله فى كتابه فانزل الله سكينته على رسوله وعلى المؤمنين والزمهم كلمة التقوى وهى لا اله الا الله محمد رسول الله- استكبر عنها المشركون يوم الحديبية- قال الشيخ البانى صحيح-
অর্থ: হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে যতক্ষণ না তারা বলে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। অতএব যে ব্যক্তি বলবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সে আমার কাছ থেকে তার প্রাণ ও সম্পদকে হেফাযত করে নিল। তবে ধর্মীয় বিধান ব্যতীত। এবং তার বিচার আল্লাহর উপর। আল্লাহতা’য়ালা কুরআনুল কারীমে বলেছেন, ‘অতঃপর আল্লাহ তাঁর রাসূল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাযিল করলেন। এবং তাদের জন্য তাকওয়ার কালিমা অপরিহার্য করে দিলেন। (ফাতাহ ২৬)
আর এই কালিমায়ে তাকওয়া হলো- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’। হুদায়বিয়ার সন্ধির দিন মুশরিকগণ এ কালিমা সম্পর্কে অহংকার প্রদর্শন করেছিল। অতঃপর আলবানী বলেন- উক্ত হাদিসটি সহিহ। (হা. নং ২১৮)
ইবনে কাইয়ুম আল জুওযিয়্যার ফতোয়া
==============
ইবনে তাইমিয়ার শাগরিদ ইবনে কাইয়ুম আল জুওযিয়্যাহ স্বীয় ‘মাদারিজুস সালিকীন’ গ্রন্থে খুব সুন্দর একটি ফতোয়া প্রদান করেছেন। নিম্নে তা প্রদান করা হল-
واجمع المسلمون على ان الكافر اذا قال لا اله الا الله محمد رسول الله فقد دخل فى الاسلام- وشهد شهادة الحق- ولم يتوقف اسلامه على لفظ الشهادة- وانه قد دخل فى قوله حتى يشهدوا ان لا اله الا الله وفى لفظ اخر حتى يقولو لا اله الا الله فدل على ان مجرد قولهم لا اله الا الله شهادة منهم-
অর্থ: এ ব্যাপারে সমস্ত মুসলমানগণ ঐকমত্য পোষণ করেছেন যে, যখন কোন কাফির ব্যক্তি বলবে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ তখন সে ইসলাম ধর্মে দাখিল হয়ে যাবে। এবং এটাই তার শাহাদাতে হক্ব হয়ে যাবে। তার ইসলাম গ্রহণ শুধুমাত্র শাহাদতের শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়। যেমন রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে এক বর্ণনায় এসেছে শাহাদত শব্দ সহকারে। যেমন حتى يشهدوا ان لا اله الا الله অর্থ: তারা যেন স্বাক্ষ্য দেয় ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ আবার অন্য বর্ণনায় এসেছে শাহাদত শব্দ ব্যতিরেখে। حتى يقولوا لا اله الا الله যেমন অর্থাৎ তারা যেন বলে ‘লা ইলাহা ইল্লাল্লাহ।
অতএব ইহাই প্রমাণিত হল যে, শাহাদত শব্দ ব্যতীত শুধুমাত্র কালিমার বাক্য দ্বারাই তাদের স্বাক্ষ্য প্রদান হয়ে যাবে। (মাদারিজুস সালেকীন, ৩য় খ- ৪৫২ পৃষ্ঠা)
নাসির উদ্দিন আব্দুল করিমের বর্ণনা
==============
নাসির উদ্দিন আব্দুল করিম লা মাযহাবীদের একজন মান্যবর শেখ। তিনি রিয়াদ উসূলুদ্দীন কলেজের শিক্ষক। তিনি مباحث فى عقيدة اهل السنة والجماعة গ্রন্থে বর্ণনা করেছেন-
ان الرسول صلى الله عليه وسلم قضى ثلاثا وعشرين سنة فى الدعوة الى الله هى عهد النبوة منها ثلاث عشرة سنة فى مكة جلها كانت فى الدعوة الى التحقيق- لا اله الا الله محمد رسول الله- اى الدعوة الى توحيد الله تعالى-
অর্থ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদীর্ঘ ২৩ বৎসর পর্যন্ত আল্লাহতায়ালার পথে দ্বীনের দাওয়াতে অতিবাহিত করেছেন। তন্মধ্যে ১৩ বছর ছিল মক্বাশরীফে। তার পূরোটাই ছিল তাওহীদের দিকে আহবান। আর তাওহীদের কালিমা হল ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। (মাবাহিসু ফি আকিদাতি আহলিস সুন্নাহ ওয়াল জামায়াহ. পৃষ্ঠা ১৮)