
একলা পথে হাটঁছি আমি
নীরবে আকাঁ বাকাঁ
প্রেম জনা আজ খুজি মনে
চারদিক শুন্য ফাকাঁ
অচিন দেশের প্রাচীন পথে
সারারাত জেগে রই
মনের ঘরে তালা খোলা আজ
আমার সুজন কোই,?
যার ঘ্রাণে মাতাল হইলাম
ছাড়িলাম বসত বাড়ি
এক কাপড় আর এক বিচানায়
রইলাম ডিবিয়া ঘারী
মনের হালত কেহ্ শুনে না
আপনে বিনে স্বামী
আমার ইয়াকিন মনে প্রানে
আপনে অন্তর জামী
দুঃখ্য দশা একাকিত্ব মোর
সবি দেখিতে পান
সর্বশেষে মুনিব আপন চরনে
দিবে মোর পরিত্রাণ
জগত সংসারে কঠিন পাপী
আমারে সকলে কয়
আপনার প্রেম আগুনে ঝলিয়া
সারাক্ষণ দমিয়া রয়
কি করিতে আজি হয়লো কি
আপনি বুঝেন প্রেমিক
যা কিছু হোক কর্ম ধর্ম মোর
আপনার তরফ দিক
অপমানে মোর আপনার কিছুই
যায় কি আসে না,?
আমার এই হালত দেখিয়া বুঝি
দয়া দ্বিলে জাগে না,?
মরিতেও রাজি এই সুখেতে
ওয়াকিজ হাসিয়া কয়.!
এমন প্রেমের ঝালা সংসারে
কজনের ভাগ্যে রয়,?






Users Today : 418
Users Yesterday : 759
This Month : 5452
This Year : 177323
Total Users : 293186
Views Today : 10261
Total views : 3465372