পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
বিষয়ঃ” পর্দা”
প্রশ্ন: মহিলা শব্দের শাব্দিক অর্থ কী?
উত্তরঃ মহিলা শব্দের শাব্দিক অর্থ হলো গোপন করার বস্তু। আল্লাহর হাবীব রাসুলে করীম ﷺ এরশাদ করেন,”মহিলাই হলো গোপন করার বস্তু। যখন সে বের হয় তখন শয়তান তাকে উঁকি মেরে দেখে।
(অর্থাৎ তাকে উঁকি মেরে দেখা শয়তানের কাজ)
★reference:(সুনানে তিরমিজি, ২য় খন্ড,৩৯২ পৃষ্ঠা।)
★★প্রিয় ইসলামী বোনেরা আপনারা যদি নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করেন তাহলে পর্দা করে আপনাদের জন্য ফরজ। একজন পর্দাশীল নারীই হতে পারে একজন আদর্শ স্ত্রী এবং একজন আদর্শ মা।বদলে দিতে পারে সমাজের বখাটেদের দৃষ্টিভঙ্গি।তাই পর্দাকে অধিক গুরুত্ব দিন এবং নিজেকেসহ অপরকেও গুণাহ থেকে হেফাজত করুন।
✍স্বাধীন আহমদ রেজভী
জুন ১২,২০১৯ ইং