জিজ্ঞাসা–৯২২: আস্সালামুআলাইকুম। হুজুর নবজাতক শিশুর আকিকা ৬ দিনে দেওয়া যাবে কি? আমার ছেলের আগামীকাল ৬ দিন হবে । পরের দিন হল ঈদুল আযহা । তাই আমার বাবা বলছেন, কাল ছাগল দুটি জবাই করে গরীবদের মাঝে দেওয়ার জন্য। এটা জায়েজ আছে কি ?—Md Dedar hossain
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
ওলামায়ে কেরাম এব্যাপারে একমত পোষণ করেছেন যে, জন্মের সপ্তম দিনে আকিকা করা সুন্নাত। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
الْغُلاَمُ مُرْتَهَنٌ بِعَقِيقَتِهِ يُذْبَحُ عَنْهُ يَوْمَ السَّابِعِ وَيُسَمَّى وَيُحْلَقُ رَأْسُهُ
প্রত্যেক শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ থাকে। তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু যবেহ করতে হয়, তার মাথা কামাতে হয় এবং নাম রাখতে হয়। (তিরমিযী ১৫২২)
তবে সপ্তম দিনের পূর্বে আকীকা দিলে তা হবে কি না; এব্যাপারে ওলামায়ে কেরামের মতপার্থক্য রয়েছে। তন্মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত মত হল, হয়ে যাবে তবে সুন্নাতের খেলাফ হবে। যেমন ইমাম নববী রহ. বলেন,
وَالسُّنَّةُ أَنْ يَكُونَ ذَلِكَ فِي الْيَوْمِ السَّابِعِ فَإِنْ قَدَّمَهُ عَلَى الْيَوْمِ السَّابِعِ أَوْ أَخَّرَهُ أَجْزَأَهُ
সুন্নত হল, সপ্তম দিনে হওয়া। যদি সপ্তম দিনের আগে কিংবা পরে করে তাহলেও যথেষ্ট হবে। (আল মাজমু’ ৮/৪২৭)
সুতরাং আমাদের জন্য উচিৎ হল, সর্বাস্থায় আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করা।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী




Users Today : 326
Users Yesterday : 374
This Month : 2473
This Year : 174344
Total Users : 290207
Views Today : 2106
Total views : 3431579