▪ ইমাম ইবনে কাসীর (রহ) লিখেছেন,
وروی الخطيب بسنده عن اسد بن عمر وان ابا حنيفة کان يصلي بالليل ويقرا القران في کل ليلة ويبکي حتی يرحمه جيرانه ومکث اربعين سنة يصلي الصبح بوضوء العشاء!
অর্থ: “খতিবে বাগদাদী (রহ) সনদ সহকারে তাঁর তারিখে বাগদাদে বর্ণনা করেন,হযরত আসাদ ইবনে আমর (রা) বলেন,নিশ্চয় ঈমাম আবু হানিফা (রহ) রাতে সালাত আদায় করতেন ও প্রত্যেক রাতে কোরআন খতম করতেন এবং রহমতের সময় পর্যন্ত কাঁদতেন। এমনিভাবে তিনি ৪০ বছর পর্যন্ত ইশার ওজু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন।” [সূত্র: আল বিদায়া ওয়ান নিহায়া কৃত ইবনে কাসীর,১০/১১৪ পৃ,দারু ইহইয়াউত তুরাসিল আরাবী,বৈরুত,লেবানন] .
▪ মান্যবর রিজালবিদ ইমাম যাহাবী (রহ) বলেন,
وعن اسد بن عمر وان ابا حنيفة صلی العشاء والصبح بوضوء اربعين سنة!
অর্থ: “হযরত আসাদ ইবনে আমর (রা) বলেন,নিশ্চয় ইমাম আবু হানিফা (রহ) ৪০ বছর ইশার নামাজের ওজু দ্বারা ফজরের নামাজ পড়েছেন!” [সূত্র: তারিখুল ইসলাম কৃত ইমাম যাহাবী (রহ),৩/৯৯০ পৃ,ক্রমিক ৪৪৫ এবং সিয়ারু আলামিন নুবালা কৃত ইমাম যাহাবী (রহ),৬/৩৯৯ পৃ,ক্রমিক ১৬৩]