গেয়ারভী শরীফ আদায়ের নিয়ম

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

গেয়ারভী শরীফ আদায়ের নিয়ম

দরুদে তাজ পাঠের পর, প্রত্যেক তসবীহ ১১ বার করে পড়বে

১। বিসমিল্লাহির রাহমানির রাহিম ১১ বার।

২। আস্তাগফিরুল্লা হাল্লাযী লা-ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ূম্ ওয়া আতূবু ইলাইহি। ১১ বার।

৩। দরূদ শরীফ (পূর্ব নিয়মে) ১১ বার।

৪। সূরা ফাতিহা ১১ বার।

৫। সূরা ইখলাছ ১১ বার।

৬। আস্-সলাতু ওয়াস্ সালামু আলাইকা সাইয়্যেদী ইয়া রাসূলাল্লাহু ১১বার ।

৭। আস্-সলাতু ওয়াস্ সালামু আলাইকা সাইয়্যেদী ইয়া হাবীবাল্লাহ্ ১১বার।

৮। লা-ইলাহা ইল্লাল্লাহ্ ১১ বার।

৯। ইল্লাল্লাহু ১১ বার।

১০। আল্লাহু ১১ বার।

১১। আল্লাহ্- ১১ বার।

১২। হুওয়াল্লা-হ্ ১১ বার।

১৩। হু- ১১ বার।

১৪। হুওয়াল্লাহু লাযী লাইলাহা ইল্লা হুওয়া। ১১বার।

১৫। আল্লাহু লা-ইলাহা ইল্লাহু ১১ বার।

১৬। আঁল লা- ইলাহা ইল্লাহু ১১ বার।

১৭। আন্তাল্ হাদী আল্ হক্ব, লাইসাল্ হাদী ইল্লাহু- ১১বার।

১৮। হাসবী রাব্বী জাল্লাল্লাহ ১১ বার।

১৯। মা-ফী কালবী গাইরুল্লাহ্ ১১ বার।

২০। নূর মুহাম্মদ সল্লাল্লাহ্ ১১ বার।

২২। লা মাওজুদা ইল্লাল্লাহ্ ১১ বার।

২৩। লা মাসূদা ইল্লাল্লাহ্ ১১ বার।

২৪। হুওয়াল্ মুছাওউয়িরুল্ মুহীত্বো আল্লাহ্ ১১বার

২৫। ইয়া হাইয়ু, ইয়া কাইয়ূম্ ১১ বার।

২৬। আস্-সলাতু ওয়াস্ সালামু আলাইকা সাইয়্যেদী ইয়া রাসূলাল্লাহ্ ১১ বার

২৭। আস্-সলাতু ওয়াস্ সালামু আলাইকা সাইয়্যেদী ইয়া হাবীবাল্লাহ্ ১১ বার

২৮। ইয়া শায়খ সুলতান সৈয়দ আবদুল কাদের জীলানী শাইআঁনলিল্লাহ্ ১১ বার

২৯। দরূদ শরীফ (পূর্ব বর্ণিত নিয়মে) ১১ বার।

৩০। ক্বাসীদায়ে গাউসিয়া শরীফ (পর পৃষ্ঠায় দ্রষ্টব্য) ১ বার

৩১। মিলাদ শরীফ (বর্ণিত নিয়মে)

৩২। যিকর শরীফ :
(ক) লা ইলাহা ইল্লাল্লাহ্ ১০০ বার
(খ) ইল্লাল্লাহ্ ১০০ বার
(খ) ইল্লাল্লাহ্ ১০০ বার
(গ) আল্লাহু ১০০বার

৩৩। শাজরা শরীফ পাঠ

৩৪। আখেরী মুনাজাত

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment