⭕ হযরত জাবের (রাঃ) এর বর্ণিত হাদিসের মতন অনুযায়ী, হুজুর শাফিউল মুযনেবীন (ﷺ) এরশাদ করেন,
“আমাকে (সর্বপ্রথম) সুপারিশকারী হিসাবে নির্ধারণ করা হয়েছে এবং শাফায়াতের ক্ষমতা বিশেষ করে আমাকেই প্রদান করা হবে। আমি ব্যতিত অন্য কাউকে এ মর্যাদা দেয়া হয়নি।`
👉 হযরত জাবির (রাঃ) এর সূত্রেঃ
▪ইমাম বুখারী,
▪ইমাম মুসলিম এবং
▪ইমাম নাসায়ী।
👉 হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) সূত্রেঃ
▪ইমাম আহমদ (রহঃ) উৎকৃষ্ট সনদ ধারা,
▪ইমাম বুখারী তার তারীখের মধ্যে এবং
▪ইমাম বাযযার,
▪ইমাম তাবরানী,
▪ইমাম বায়হাকী এবং
▪ইমাম আবু নুয়াইম।
👉 হযরত আবু সাঈদ খুরদী (রাঃ) সূত্রঃ
▪ইমাম তাবরানীঃ মুজামুল আউসত।
👉 হযরত সায়েব ইবনে ইয়াজিদ (রাঃ) সূত্রেঃ
▪ইমাম তাবরানীঃ মুজামুল কবীর গ্রন্থে এবং
▪ইমাম আহমদ উৎকৃষ্ট সনদ দ্বারা।
👉 হযরত আবু মুসা আল আশআরী (রাঃ) সূত্রেঃ
▪ইমাম ইবনে আবী শায়বা,
▪ইমাম তাবয়ানী বর্ণনা করেন,
👉কিতাবঃ কোরআন-হাদিসের আলোকে রাসূলুল্লাহ (ﷺ) এর শাফায়াত।
মূলঃ ইমামে আহলে সুন্নাত আ’লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী (রহঃ)