পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
শরয়ী পর্দাকারিনীদের কত অপরুপ শান!
‘আখবারুল আখইয়ার’ -নামক কিতাবে বর্ণিত আছেঃ”একদা মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিল।লোকেরা অনেক দোয়া করা সত্ত্বেও বৃষ্টি হচ্ছিল না।তখন হযরত বাবা নিজাম উদ্দিন আউলিয়া র. ওনার আম্মাজানের কাপড়ের একটি সুতা হতে নিয়ে আবেদন করলেন;
‘হে আল্লাহ! এটা সেই মহিলার কাপড়ের সুতা, যার ওপর কখনো কোনো পুরুষের দৃষ্টি পরে নি।হে আমার মাওলা! তুমি এই সুতার ওসিলায় রহমতের বৃষ্টি বর্ষণ করো।তখনও দোয়া শেষ হয়নি ওদিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেল।”
👉 (আখবারুল আখইয়ার,২৯৪ পৃষ্ঠা)
-স্বাধীন আহমদ রেজভী
জুলাই ২৯,২০১৯