ক্রুসেড যুদ্ধে সূফীদের ভূমিকা পর্ব (৩)
📝মুহাম্মদ আলী
শাযারাতুয যাহার নামক গ্রন্থে উল্লেখ আছে, ইতিহাসবেত্তাগণ বাদশাহ সালজুকী আলুব্বু আরসালনী (রহঃ) এর খুব প্রশংসা করেছেন। ৪৬৩ হিজরী সনে রোমানদের বিরুদ্ধে মুসলমানরা মূলাযকরদ নামে যে যুদ্ধে জয়লাভ করেছিল, তিনি ছিলেন সে যুদ্ধে মুসলমান মুজাহিদদের সেনাপতি। ইতিহাসবেত্তাগণ আরো উল্লেখ করেন, তিনি সূফীদের কাছ থেকে বরকত হাসিল করতেন।
বিশেষ করে শায়খ আবুল কাশেম কুশায়রী (রহঃ) (মৃত্যু: ৪৮৫ হিজরী) ও আবু নসর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বুখারী সূফী (রহঃ)- এর কাছ থেকে তিনি বরকত হাসিল করতেন। তিনি এমন একজন সূফী ব্যক্তিত্ব, কোন যুদ্ধ শুরু হওয়ার পূর্বে তাঁর বক্তৃতার জাদু সৈন্যদের মধ্যে বীরত্বের আগুন জালিয়ে দিত। মহান আল্লাহর বিশেষ সাহায্যে যুদ্ধে যে কোন নুসরাত বা সাহায্য পাওয়ার মধ্যে তাঁর অনেক বড় কৃতিত্ব রয়েছে।