পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
হার্ কে খা’হাদ্ হাম্ নেশীনী বা’ খোদা’
গূ নেশীনাদ্ দার্ হুযূরে আওলিয়া’
অর্থঃ যে কেউ আল্লাহর সান্নিধ্যে বসতে চায়, তাকে বল সে যেন আওলিয়ার সান্নিধ্যে আসে।
ইয়েক যামান্ হাম্ সোহবাতী বা’ আওলিয়া’
বেহ্তার আয্ সাদ্ সা’লে তা’আত্ বীরিয়া’
অর্থঃ আওলিয়ার এক মুহূর্ত সোহবত, শত বছরের গর্বহীন ইবাদত হতে শ্রেয়।
কার তো সাংগে খা’রে ও মার্ মার্ শাভী
চোন্ বেসা’ হেব্ দেল্ রেসী গৌহার্ শাভী
অর্থঃ তুমি যদি কঠিন পাথরও হও, আওলিয়ার সংসর্গে গেলে তা থেকে মুক্তায় পরিণত হবে।






Users Today : 336
Users Yesterday : 759
This Month : 5370
This Year : 177241
Total Users : 293104
Views Today : 5160
Total views : 3460271