“আমি তোমায় ভালোবাসি”
[লেখক :: আরিফ ওয়াকিজ]
আবরার হত্যা সহ দেশের সকল হত্যার নিন্দা ও বিচারের দাবী জানায়

আমার স্বাধীন বাংলাদেশ
আমি তোমায় ভালোবাসি,
যেখানে থাকি যতদূর যায়
তোমাতে ফিরে আসি।
তোমাতে হাসি তোমাতে ভাসি
তোমাতেই মোর ত্যাগ,
তোমারই স্বার্থে কথা বলিলে
থেমে যায় প্রাণ বেগ।
তোমার তরে প্লাজার চাপে
মোর দেহ মিলে যায়,
নিমতলি আর বেগুন বাড়ি
মোর স্বজনের ছাই।
তোমার গর্বে মিশে যাওয়া
বিশ্বজিতের সেই দেহ,
চোখের সামনে রিফাত হত্যা
ডাক না দেওয়া কেহ।
বাসের নিচে আমার মায়ের
ছেলে হারানো বেদনা,
গর্ভের ভিতর কবর হওয়া
নবজাতকের যন্ত্রনা।
তোমার পথে রাত আঁধারে
আমার বোনের ধর্ষণ,
আগুনে পুড়ে মোর নুসরাতের
সেই ভয়াল মরন ক্ষণ।
ফেলানি তনু রাজন মিতু
গ্রেনেড হামলা তুমি,
তুমি সিপাহীর রক্ত মাখা
পিলখানার সেই ভূমি।
শহীদ ফারুকীর রক্তে ভেজা
তোমার সেই আঙ্গিনা,
সাত খুন আর সাগর রুনি
তুমি মোর শান্তনা।
তুমি গুজবের তাজা ফসল
রেনুর ছেলে ধরা,
তোমার পক্ষে চিৎকার করা
আবরারের ঝরে পরা।
শত সুখে ওয়াকিজের মুখে
বেদনা দায়ক হাসি,
তবুও বলি বারবার বলি
আমি তোমায় ভালোবাসি।





Users Today : 310
Users Yesterday : 767
This Month : 14732
This Year : 186603
Total Users : 302466
Views Today : 32202
Total views : 3608945