পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
এই রোগের অনেক দোয়া আছে। তবে নিুোক্ত দোয়াটি খুবই পরীক্ষিত। যার নাক দিয়ে রক্ত পড়ে তার কপালে দোয়াটি লিখে দিতে হয়।
َﺾ اﻟْﻤَﺎءُ
وَﻗِﯿْﻞَ ﯾَﺎاَرْضُ اﺑْﻠَﻌِﻲْ ﻣَﺎءَكَ وَﯾَﺎاﺳْﻤَﺎءُ اَﻗْﻠِﻌِﻲْ وَﻏِﯿْ
وَﻗُﻀِﻲَ اﻟْﺎَﻣْﺮُ –
কেউ কেউ মুখ ও নাকের রক্ত দিয়ে উক্ত দোয়া লিখে থাকে। এরূপ করা বৈধ নয়। কারণ রক্ত নাপাক, তাই রক্ত দিয়ে আল্লাহর কালাম লেখা নাজায়েয।
➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)]