পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
এ মর্মে আরেকটি ওযীফা আছে যাকে কিমিয়ায়ে মাশায়েখ বলা হয়। ওযীফাটি পরীক্ষিত। জুমার নামাজের সালাম ফিরানোর পর তাশাহহুদে যেমন বসা হয় ঠিক তদ্রুপ বসা অবস্থায় নড়াচড়া না করে সাতবার সুরা ফাতেহা, সাতবার কুল হুয়াল্লাহ, সাতবার কুল আউযু বিরব্বিল ফালাক, সাতবার কুল আউযু বিরব্বিন্নাস পড়লে সামনের এবং পিছনের সমস্ত গোনাহ্ মাফ করে দেয়া হয়। এই আমলের পর মাশায়েখে কেরাম হাদীছ শরীফের নিুোক্ত দোয়াটি সাতবার পাঠ করতে বলেছেন।
اَﻟّﻠﮭُﻢﱠ ﯾَﺎ َِﻏﻨﻲﱡ ﯾَ َِﺎﺣﻤﯿْﺪُ ﯾَﺎ ﻣَﮭْﺪِيُ ﯾَﺎ ﻣُﻌِﯿْﺪُ ﯾَﺎرَﺣِﯿْﻢُ ﯾَﺎ وَدُوْدُ اَﻏِﺜْﻨِﻲْ
ﺑِﺤَﻠَﺎﻟِﻚَ ﻋَﻦْ ﺣَﺮَاﻣِﻚَ وَﺑَﻄَﺎﻋَﺘِﻚَ ﻋَﻦْ ﻣَﻌْﺼِﯿَﺘِﻚَ وَﺑِﻔَﻀْﻠِﻚَ-
➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)]