অগণিত গুনাহ মাফ ও সাওয়াব লাভের সহজ আমল

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ صلى الله عليه وآله وسلم ইরশাদ করেন-

مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِى يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ

“যে ব্যক্তি سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ( সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি) (এই তাসবীহ) দিনে একশ বার পাঠ করবে তার গুনাহসমূহ ক্ষমা করা হবে যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়।”

[মুসলিম শরীফ,(বৈরুত:দারুল জিয়াল)খ.৮,পৃ.৬৯, হা.নং- ৭০১৮.

বুখারী শরীফ,(দারু তুকিন নাজাহ,১ম সংস্করণ,১৪২২ হি) খ.৮,পৃ.৮৬, হা. নং- ৬৪০৫.]।

তবে অনেকের মতে এর দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য।

মুসলিম শরীফের অপর বর্ণনায় এসেছে,,,

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ قَالَ: حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، مِائَةَ مَرَّةٍ، لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ، بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ، إِلَّا أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَيْهِ

“হযরত আবু হোরায়রা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ ফরমান, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ১০০বার করে “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি” বলে,কিয়ামতের দিন তাঁর মত উত্তম আমল নিয়ে কেউ আসবে না। তবে তিনি ব্যতীত যিনি ওই ব্যক্তির সমান অথবা এর চেয়ে বেশি পরিমানে (সকাল ও সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তসবীহটি) বলে।”

মহান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক্ব দান করুক। আমীন।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment