পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
৬ষ্ঠ হাদিসঃ সর্বোত্তম আমল
عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَفْضَلُ الأَعْمَالِ الْحُبُّ فِي اللَّهِ وَالْبُغْضُ فِي اللَّهِ
উচ্চারণ: ‘আন আবি যার রাদিয়াল্লাহু তায়ালা ‘আনহু ক্বালা, ক্বালা রাসূলুল্লাহি ﷺ ”আফযালুল আমালী হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি”।
অনুবাদ: হযরত আবু যর (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন- নবীজী ﷺ এরশাদ করেন, সর্বোত্তম আমল হচ্ছে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে অপছন্দ করা।
[সুনানে আবু দাউদ, অধ্যায় সুন্নাহ ৪/১৯৮ হা: ৪৫৯৯; মুসনাদে আহমদ বিন হাম্বল ৫/১৪৬ হা: ২১৩৪১; মুসতাদে বাযযার ৯/৪৬১ হা: ৪০৭৬]