عَنْ أَنَسٍ رَضِيَ اللّه عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قال: لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكونَ أحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِه وَالنَّاسِ أَجْمَعينَ . (متفق عليه)
উচ্চারণ: ‘আন আনাসিন রাদিয়াল্লাহু ‘আনহু ’আনিন নাবিয়্যি ﷺ ক্বালা: লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহী ওয়া ওলাদিহি ওয়ান নাসি আজমাঈন। (মুত্তাফাক্বুন আলাইহি)
অনুবাদ: হযরত আনাস (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্ণিত। , তিনি বলেন- নবীজী ﷺ এরশাদ করেন, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সকল মানুষ হতে সর্বাধিক প্রিয় হব।
[সহীহ বুখারী, অধ্যায়: ঈমান ১/১৪ হা: ১৫; সহীহ মুসলিম, অধ্যায়: ঈমান ১/৬৭ হা: ৪৪]