১০টি সংক্ষিপ্ত দুরূদ শরীফ আরবি হরকতসহ এবং বাংলা অর্থ দেওয়া হলো

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

১. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ

(আল্লা-হুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদ)

অর্থ: হে আল্লাহ! মুহাম্মদের উপর রহমত বর্ষণ করুন।

২. صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

(সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম)

অর্থ: আল্লাহ তাঁর উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।

৩. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ

(আল্লা-হুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিউঁ ওয়া আ’লা আ-লি মুহাম্মাদ)

অর্থ: হে আল্লাহ! মুহাম্মদ ও তাঁর পরিবারের উপর রহমত বর্ষণ করুন।

৪. صَلَّى اللهُ عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّمَ

(সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া আ-লিহী ওয়াসাল্লাম)

অর্থ: আল্লাহ তাঁর ও তাঁর পরিবারের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।

৫. اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلٰى نَبِيِّنَا مُحَمَّدٍ

(আল্লা-হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ: হে আল্লাহ! আমাদের নবী মুহাম্মদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।

৬. صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ وَّسَلَّمَ

(সাল্লাল্লাহু আ’লা মুহাম্মাদিউঁ ওয়া সাল্লাম)

অর্থ: আল্লাহ মুহাম্মদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।

৭. عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ

(আ’লাইহিস্ সালা-তু ওয়াস্ সালাম)

অর্থ: তাঁর উপর রহমত ও শান্তি বর্ষিত হোক।

৮. اَللّٰهُمَّ صَلِّ عَلَيْهِ

(আল্লা-হুম্মা সাল্লি আ’লাইহি)

অর্থ: হে আল্লাহ! তাঁর উপর রহমত বর্ষণ করুন।

৯. صَلَوَاتُ اللهِ عَلَيْهِ

(সালাওয়া-তুল্লা-হি আ’লাইহি)

অর্থ: আল্লাহর রহমত তাঁর উপর বর্ষিত হোক।

১০. اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَيْهِ

(আল্লা-হুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বা-রিক আ’লাইহি)

অর্থ: হে আল্লাহ! তাঁর উপর রহমত, শান্তি ও বরকত বর্ষণ করুন।

এই দুরূদগুলো প্রতিদিন পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ এবং নবী করীম চ্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment