হে মহিয়সী রমনী

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হে মহিয়সী রমনী”
[লেখক:: আরিফ ওয়াকিজ]
১৭’ই রমজান মুমিনের মা সৈয়্যদা আয়শা সিদ্দিকা রাঃ’র পবিত্র ওফাত দিবস,

উম্মুল মুমেনিন বিনতে সিদ্দিক
মুনিবের সহধর্মিণী,
তোমার বিছানায় ওহির আগমন
কি শান তোমার জননী।

তোমার পাক মাথায় সেজেছে
জাওজায়ে নবীর তাজ,
তোমার দরবারের গোলামি চায়
জাহানের সকল মহারাজ।

বিনা ইজাজত আসমানি রুহুল
আসে না তোমার দুয়ারে,
বিদায় বেলার ক্ষণে হাবীবের
তুমি তো ছিলে শিখরে।

তোমার সম্মানে পাক কালামে
নূরি আয়াতের আগমন,
তোমার চৌকাঠে ফেরেশতার দল
করছে সালাম সারাক্ষণ।

ত্রিজগতের জান প্রিয় হাবিব
মোর মুস্তাফা লাছানী,
জানে মুস্তাফা তুমি বেশাক
হে মহিয়সী রমনী।

সেজদায় নত সকলের মাথা
মক্কার কাবার প্রান্তরে,
কাবার কাবা রয়েছে যেথায়
তোমারই আপন ঘরে।

সকল মুমিনের হৃদয়ে লেখা
তোমার গৃহের নাম,
তোমার দুয়ারে মিলে সকলের
ভাগ্যের সুধা জাম।

কাওছারের দোয়া মনে সকলের
চলছে জীবন ভর,
মালিকে কাওছারের আরাম স্থল
তোমার পবিত্রময় ঘর।

তারিফ করিবার মত ওয়াকিজের
সাহস মাগো কোই?
তোমার ওঠানে শেষ নিদানে
জায়গা যেনো মোর হয়।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments