হেরেম এলাকায় নিষিদ্ধ কার্যাবলী

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

শরীয়তের পরিভাষায় এ নিষিদ্ধ কার্যাবলীকে জিনায়ত বলা হয়। অর্থাৎ যে সকল কাজ ইহরাম এবং হেরমের কারণে নিষিদ্ধ হয়ে যায়। ইহরামের কারণে ৮ প্রকারের কর্ম নিষিদ্ধ।
১. সুগন্ধি ব্যবহার করা।
২. সেলাই কৃত কাপড় পরিধান করা।
৩. মাথা এবং মুখমন্ডল ঢেকে ফেলা।
৪. চুলের উকুন মারা।
৫. নখ কাটা।
৬. স্ত্রী সহবাস করা।
৭. হজ্জের কোন ওয়াজিব বাদ দেয়া।
৮. স্থলভাগের কোন পশু শিকার করা।
হেরেমের কারণে নিষিদ্ধ কাজ দুটি
১. হেরম এলাকায় পশু শিকার করা বা সেগুলোকে কষ্ট দেয়া।
২. হেরম এলাকায় ঘাস, বৃক্ষ, লতাগুল্ম কর্তন করা।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment