হুসামুল হারামাইনে ৪ জন আকাবিরে দেওবন্দকে কাফির ফতোয়াদানকারী হারামাইন শরীফাইনের ৩৩ জন বিখ্যাত ওলামায়ে কেরাম

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

ড. এ এস. এম. ইউসুফ জিলানী

————————————–+———–

মক্কা মোকাররমা ও মদীনা মুনাওয়ার বিখ্যাত ৩৩ জন ওলামায়ে কেরাম যার মধ্যে তৎকালীন যুগের হারামাইন শরীফের খতীব, ইমাম, মুহাদ্দিস ও মুফতিগণ রয়েছেন। যারা হুসামুল হারামাইনের ফতোয়ায় সাক্ষর করেছেন। আলা হযরতের ফতোয়ার ভুয়ুসী প্রশংসা করেছেন। এ ফতোয়ার সত্যায়ন করেছেন এবং নিজেদের অভিমত ব্যক্ত করে এ ফতোয়াকে সঠিক, বিশুদ্ধ ও কুরআন হাদীস সম্মত বলেছেন এবং গোলাম আহমদ কাদিয়ানী, কাসেম নানুতবী, রশীদ আহমদ গাঙ্গুহী, আশরাফ আলী থানবী এবং খলিলুল আহমদ আম্বেটভী কাফির ফতোয়া দিয়েছেন। তাদের অনেকে বিস্তারিত অভিমতও লিখেছেন। এখানে শুধু তাদের নামের নামের তালিকা দেয়া হলো।

এ 33 জন ওলামায়ে কেরাম হলেন-

1. হযরত শায়খ আল্লমা মুফতি মুহাম্মদ সাঈদ বাবসীল [মক্কা মুকাররামার শাফেয়ী মাযহাবের মুফতী]

2. হযরত শায়খ আল্লমা আবুল খায়ের আহমদ মিরদাদ [মক্কা মুআযযমার খতীব ও ইমামগণের প্রধান]

3. হযরত শায়খ আল্লামা মুফতি সালেহ কামাল [প্রধান মুফতী মক্কা মুআযযমা]

4. হযরত শায়খ আল্লামা আলী ইবনে সিদ্দিক কামাল

5. হযরত শায়খ মাওলানা মুহামম্দ আবদুল হক ইলাহাবাদী

6. হযরত শায়খ আল্লামা সৈয়দ ইসমাইল খলীল [হেরমে মক্কার লাইব্রেরীর সংরক্ষক]

7. হযরত শায়খ আল্লামা সৈয়দ মারযুকী আবুল হোসাইন [মসজিদে হারামের শিক্ষার্থীদের শিক্ষক]

8. হযরত শায়খ মাওলানা ওমর ইবনে আবু বকর বা জুনায়েদ

9. হযরত মুফতী মাওলানা শায়খ আবেদ ইবনে হোসাইন [মালেকী মাযহাবের মুফতিদের প্রধান]

10. হযরত শায়খ আল্লামা মুহাম্মদ আলী ইবনে হোসাইন মালেকী [উস্তাদ, মসিজদে হারাম]

11. হযরত শায়খ মাওলানা জামাল ইবনে মুহাম্মদ ইবনে হোসাইন [মালেকী মাযহাবের মুফতি মক্কা মুকাররমা]

12. হযরত শায়খ আসয়াদ ইবনে আহমদ আদ-দাহহান [মাদরাসায়ে সুলাতিয়ার মুদাদ্দিরস, মক্কা মুকাররমা]

13. হযরত শায়খ আল্লামা আবদুর রহমান দাহহান

14. হযরত শায়খ আল্লামা মুহাম্মদ ইউসুফ আফগানী

15. হযরত শায়খ আল্লামা আহমদ মক্কী [মুদারিরস, মাদরাসায়ে আহমদিয়া]

16. মাওলানা মুহম্মদ ইবেন ইউসুফ খাইয়্যাত

17. হযরত শায়খ আল্লামা মুহাম্মদ সালেহ ইবনে মুহাম্মদ বা-ফাদলিল্লাহ

18. হযরত শায়খ আল্লামা আবদুল করীম নাজী দাগিস্থানী [মসজিদে হারাম শরীফের ইলমের খাদেম]

19. হযরত শায়খ আল্লামা মুহাম্মদ সাঈদ ইবনে মুহাম্মদ ইয়ামানী

20. শায়খ আল্লামা হামেদ আহমদ মুহাম্মদ জাদাভী

[রাহমাতুল্লাহি আলায়হিম আজমাইন]

মদীনা শরীফের ওলামায়ে কেরাম

21. শায়খ আল্লামা মুফতী তাজুদ্দীন ইলিয়াস [মুফতীয়ে মদিনা মুনাওয়ারাহ]

22. শায়খ আল্লামা ওসমান বিন আবদুস সালাম দাগেস্তানী [মুফতীয়ে মদিনা মুনাওয়ারাহ]

23. শায়খ আল্লামা সৈয়দ আহমদ জাযায়েরী সাহেব

24. শায়খ আল্লামা খলীল ইবনে ইবরাহীম খরপুতী [হেরমে মদীনার ইলমের খাদেম]

25. শায়খ আল্লামা সৈয়দ মুহাম্মদ সাঈদ শায়খুদ দালায়েল

26. শায়খ আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ আল আমরী

27. শায়খ আল্লামা সৈয়দ আব্বাস ইবনে সৈয়দ জলীল মুহাম্মদ রিদওয়ান শায়খুদ দালায়েল [মসজিদে নববীর ইলমের খাদেম]

28. শায়খ আল্লামা উমর ইবনে হামদান মাহরাসী [মসজিদে নববীর ইলমের খাদেম]

29. শায়খ আল্লামা সৈয়দ মুহাম্মদ ইবনে মুহাম্মদ মাদানী দিদাভী

30. শায়খ আল্লামা মুহাম্মদ বিন সুসী খায়ারী [মসজিদে নববীর ইলমের খাদেম]

31. শায়খ আল্লামা সৈয়দ শরীফ আহমদ বিরযাঞ্জী [ শাফেয়ী মুফতি মদিনা মুনাওয়ারাহ]

32. শায়খ আল্লামা মুহাম্মদ আযীয ওয়াযীর মালেকী, মাগরেবী আন্দালুসী মাদানী তুসী [মসজিদে নববী শরীফের শিক্ষক]

33. শায়খ আল্লামা আবদুল কাদের তাওফীক শালবী তারাবুলুসী হানাফী। (মসজিদে নববীর হানাফী ছাত্রদের উস্তাদ)

[রাহমাতুল্লাহি আলায়হিম আজমাইন]

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment