হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম “নূর”

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল
মুরসালীন,
হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম
তিনি যে “নূর”
বা নুরে মুজাসসাম এ বিষয়ে কুরআন
শরীফে অনেক আয়াত শরীফ নাজিল
হয়েছে! এপ্রসঙ্গে আল্লাহ পাক
ইরশাদ মুবারক করেন—
ﻗﺪ ﺟﺎ ﻋﻜﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ
ﻣﺒﻴﻦ
অর্থ : নিশ্চয়ই তোমাদের নিকট
মহান
আল্লাহ পাক উনার পক্ষ থেকে এক
মহান ” নূর” এবং একখানা সুস্পষ্ট
কিতাব এসেছে !”
দলীল-
√ সূরা মায়েদা ১৫
উক্ত আয়াত শরীফে ” নূর” শব্দ
দ্বারা হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম
উনাকে বুঝানো হয়েছে |
উক্ত আয়াত শরীফের ব্যাখ্যায়
বিখ্যাত তাফসীর গ্রন্থ
সমূহে কি আছে দেখুন —
বিখ্যাত ছাহবী রঈসুল
মুফাসসিরিন ইবনে আব্বাস
রদ্বিয়াল্লাহু আনহু বলেন –
) ﻗﺪ ﺟﺎ ﻋﻜﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ
) ﻳﻌﻨﻲ ﻣﺤﻤﺪ
ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ
অর্থ : নিশ্চয়ই মহান আল্লাহ পাক
উনার পক্ষ থেকে তোমাদের নিকট
“নূর”
অর্থাৎ সাইয়্যিদুনা মুহম্মদ
ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম এসেছেন !”
দলীল-
√ তাফসীরে উবনে আব্বাস
রদ্বিয়াল্লাহু আনহু ৬ খন্ড ৭২
পৃষ্ঠা
♥ইমামুল মুফাসসিরীন
আল্লামা ফখরুদ্দিন
রাজী রহমাতুল্লাহি আলাইহি বলেন
ﺍﻥ ﺍﻟﻤﺮﺍﺩ ﺑﺎﻟﻨﻮﺭ ﻣﺤﻤﺪ ﺻﻠﻲ
ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭ ﺳﻠﻢ ﻭ ﺑﺎﻟﻜﺘﺎﺏ ﺍﻟﻘﺮﺍﻥ
অর্থ : নূর দ্বারা উদ্দেশ্যে হলো-
হুজুর
পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম এবং কিতাব
দ্বারা উদ্দেশ্যে হলো কুরআন
শরীফ !”
দলীল-
√ তাফসীরে কবীর ১১ তম খন্ড
১৮৯
পৃষ্ঠা !
ক্বাজিউল কুজাত ইমাম আবু
সাউদ
রহমাতুল্লাহি আলাইহি বলেন,
( ﻗﺪﺟﺎ ﻋﻜﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ) ..
ﺍﻟﻤﺮﺍﺩ ﺑﺎ ﻻﻭﻝ ﻫﻮ
ﺍﻟﺮﺳﻮﻝ ﺻﻠﻲ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻭﺑﺎ
ﻟﺜﺎﻧﻲ
ﺍﻟﻘﺮﺍﻥ অর্থ : বর্নিত আয়াত
শরীফে প্রথম শব্দ অর্থাৎ ” নূর”
দ্বারা উদ্দেশ্যে হলো হুজুর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
আর
দ্বিতীয় শব্দ
দ্বারা উদ্দেশ্যে কুরআন
শরীফ !’”
দলীল-
√ তাফসীরে আবী সাউদ ৩য় খন্ড
১৮ পৃষ্ঠা !
ইমামুল মুফাসসিরীন
আল্লামা জালালুদ্দীন
সূয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন
ﻣﻦﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ) ﻫﻮ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭ ﺳﻠﻢ ﻭ
ﻛﺘﺎﺏ ﻗﺮﺍﻥ ﻣﺒﻴﻦ অর্থ: এ আয়াত
শরীফে নূর অর্থ হলো হুজুর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
আর
কিতাব অর্থ কুরআন শরীফ !’”
দলীল–
√ তাফসীরে জালালাইন ৯৭
পৃষ্ঠা !
উক্ত আয়াত শরীফের তাফসীর
থেকে সুস্পষ্ট প্রমাণ হলো, উক্ত
আয়াত শরীফের বর্নিক ” নূর”
হলেন
হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম!!
এছাড়া আরো শতাধিক তাফসীরের
কিতাবে উক্ত মতামতই ব্যাক্ত
করা হয়েছে | সুবহানাল্লাহ্ !!

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment