পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
আমাদের নবী করীম (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) কে যে হাউজে কাউছার দেয়া হয়েছে, তা সত্য। এর দৈর্ঘ্য এক মাসের পথ এবং প্রস্থও অনুরূপ । এর কিনারা স্বর্ণের, যার উপর মুক্তার গুম্বুজ স্থাপিত আছে। এর তল মেশকের তৈরী এবং এর পানি দুধ থেকে অধিক সাদা ও মধু থেকে অধিক মিষ্ট এবং মেশক থেকে অধিক সুগন্ধময়। যে এর পানি একবার পান করবে, সে কখনও তৃষ্ণার্ত হবে না। ওখান থেকে পানি নেয়ার পাত্র তারকারাজি থেকেও সংখ্যায় অধক । ওটাতে জান্নাত থেকে দু’টি নল দিয়ে পানি পতিত হয়। নল দ’টির একটি স্বর্ণের এবং অপরটি চান্দির।