হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হযরত মুহাম্মদ
(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
আক্কাছ মিঞা

মোহাম্মদ নামে গুনাহ, মাফ হয় এত,
গুনাগারে গুনাহ ভবে, করতে পারে কত।
ঐ নামে যে এত বরকত, যদি মানুষ বুঝিত,
অন্য ধর্ম ত্যাগ করিয়া, সব মুসলমান হইত।
স্রষ্টায়ে সৃষ্টি করিয়াছে যত,
তুলনা নাহি মিলে মোহাম্মদের মত।
জাতি নূরের জ্যোতি নবী, সর্বাজ্ঞে সৃজিত,
মানব রুপে এই জগতে, হয়েছে প্রকাশিত।
যার উপরে দুরূদ আল্লাহ, পড়ে অবিরত,
দিবানিশি একটু সময়, নাহি যে বিরত।
আশেক হয়ে খুদেখোদা, করিতেছে হিত,
এমন কেহ আছে আর, করতে বিপরীত।
মোম্ম্মদকে কি একমাত্র, আল্লার আছে জ্ঞাত,
সেই ভেদ বুঝা কঠিন, চিন্তা করে শত।
লক্ষ লক্ষ নবী রাসুল, হয়ছে যারা গত,
মোহাম্মদের দোহাই দিয়ে, বিপদ উদ্দার হত।
মহানবীর প্রেমিক যারা, নাই ভয় ভীত,
ইহকালে পরকালে হয়ছে তারা কৃত।
ধন্য আমরা নবীর উম্মত, আল্লাহ আছে রত,
শুকরিয়া গাহি মোরা, শির করিয়া নত।

কাদেরিয়ার তরে
হাফেজ মোঃ আবুল কাশেম (ইমন)
আলিম ১ম বর্ষ

কাদেরিয়ারই ছাত্র মোরা
পড়ব কিতাব শত,
থাকব মোরা কাদেরিয়াতে
বিপদ আসুক যত।
আমরা হবো কাদেরিয়ারই
শত গোলাপ ফুল,
মোদের দেখে শিক্ষা নেবে
লক্ষ মানব কূল।
আমরা হবো আল্লাহর অলী
তৈয়্যব শাহ্‌ এর মতো,
ভাগবে সবাই মোদের দেখে
আছে বাতিল যত।
আমরা হবো ত্যৈয়ব শাহ এর মতো
লক্ষ সৈন্য দল,
কাদেরিয়ারই ঝান্ডা নিয়ে
সামনে সবাই চল।
আমরা হবো শ্রেষ্ঠ আলেম
সাজে আমজাদের,
রুখতে এলে ভেঙ্গে দিব
গর্দান ওহাবী মওদুদীদের।
ঞযব
মোঃ আবু তালহা সাগর
ইবতেদায়ী ৪র্থ শ্রেণী

নদী, সাগর, দ্বীপপুঞ্জ
জাহাজাদি গিরিপুঞ্জ
জাতি, ধর্ম, ধর্মগ্রন্থ
কোর্ট, সিনেট, সংবাদপত্র
দিন, তারিখ ও মাসের নাম
পেশা আর খ্যাতদাম
চন্দ্র, সূর্য, গ্রহ, তারা
আরো যত বিশ্বধরা
পৃথিবীতে একটি আছে যত
তার পূর্বে ঞযব বসে শাস্ত্রবিধিমত।

অধম গুনাহগার
নুরুদ্দীন
আলিম ১ম বর্ষ

গোনাহগার আমি তুমি বিশ্বস্বামী
তোমার হাবীব যিনি,
তাঁরই নূরে গড়া, এ বিশ্বধরা
বিশ্ববাসী তাঁরে চিনি।
তিনি ছিলেন অনুপম, কেহ নাই তাঁরি সম
হাদীস প্রমাণ করে।
তাঁরই নূরে ধরা হল পাগল পারা
কোরআন বলে মধুর সুরে।
আল্লাহ বলেন তাই, কোরআনে মোরা পাই
দরূদ পড় তাঁর শানে,
তাতে মধু ভরা, প্রেমে বিশ্বআত্মহারা
মালাইকা আল্লাহ পড়েন প্রতিটিক্ষণে।
আমি অধম, গোনাহগার, নবী মোরে করো পার
আছি তোমারি পথ চাহি
রেখেছি চিত্তদ্বার খুলে, তুমি আসবে বলে
তাই তোমারই শান গাহি।

শীত এসেছে
মোঃ আবদুল কাদের জিলানী
দাখিল ৭ম শ্রেণী

শীত এসেছে শীত এসেছে,
খুব মজা হবে
সকাল বেলা পিঠা খেতে
ভিড় জমাবে বসে
হরেক রকম পিঠা পুলির
কত আয়োজন।
তাই দেখে মন ভরে যায়
ছোট্ট শিশুর মন।দুধপুলি আর ভাপা পিঠায়
মিষ্টি সুবাস গন্ধ
ছোট বড় ছেলে-মেয়ে
সকলের পছন্দ।

নাশিব গর্দান
মুহাম্মদ ছানাউল্লাহ আশরাফী
আলিম ১ম বর্ষ

আমিত দুর্জয় মত্ত্ব সাগরিকা,
নাশি অরুদ্ধতেলি অহমিকা।
দস্তে আছে মম স্বাধীকার ডংকা,
মম হৃদে নাই বাতিলের শংকা।
আছে দস্তে মম তরবারি নাঙ্গা
বাতিলের খুনে করে নেব রাঙ্গা।
বাতিলের রক্তে বয়ে দেব গঙ্গা,
করে দেব জাঁহা খুনে খুনে রাঙ্গা।
সত্যের আদালত যাবে না লংঙ্গা,
তবে বাজবে আবার যুদ্ধ ডমকা।
মম হস্তে আছে তিক্ষ্ন অসি নাঙ্গা,
নাশিব গর্দান যদি কর দাঙ্গা।

সমাজ সেবক
মুহাম্মদ ওমর ফারুক
দাখিল অষ্টম শ্রেণী

আব্বু কাছে নিয়ে বলে
খোকা তুই ডাক্তার হবি
আম্মু বলে খোকা আমার
হবে বাংলার কবি।
দাদা দাদু বলে আমায়
তুই হবি ইঞ্জিনিয়ার
ভেবে আমি কুল পাইনা
আশা রাখব কার।
একেক জনের একেক আশা
হবে কারটা পূরন
আমার ইচ্ছা সমাজ সেবক
করব সেবা আমরন।

মদীনা শরীফে যাওয়া
মোহাম্মদ আরমান হুসাইন
ফাযিল প্রথম বর্ষ

কাবা ঘরের যাত্রী
যিনি ওহে ভাগ্যবান,
ধন্য তোমার এ জীবন
হলে প্রভুর মেহমান।
ধন্য তুমি দু নয়নে
দেখবে কাবা ঘর,
যে কা’বাতে গাঁথা আছে
মুমিনের অন্ত্মর।
আসবে কখন সেই শুভ দিন
সে প্রতাশার মাস,
১২ রবিউল আউয়াল এলেন
নবী এ ধরায় দুকুল রাজ।
প্রভু তোমার দরবারে আমি।

মা
মুহাম্মদ মোক্তার আহমদ মজুমদার

চাঁদের মতো মুখটি মায়ের
মুখে চাঁদের হাসি
মায়ের হাতে জাদুর পরশ
পুষ্পরাশি রাশি।
মা তোমায় ভালোবাসি।
মায়ের হাতে কাচের চুড়ি
রিনিক-ঝিনিক বাজে
মাঝে আমার সবচেয়ে আপন
এই পৃথিবীর মাঝে।
মা,যে আমার হিরে মানিক
মা যে চোখের মনি
মা যে আমার হৃদয় জুড়ে
ভালোবাসার খনি।
মায়ের হাসি হৃদয়ের মাঝে
বাজায় সুখের বাঁশি
সুখে দুখে মায়ের কাছে
তাইতো ছুটে আসি।
মা তোমায় ভালোবাসি।
মা হলো বেহেশত
দু:খ দিলে শেষ
মায়ের মন খুশি রাখলে
পাবে দোয়া বেশ।

শ্রীকোটের ফুল

মোহাম্মদ আরমান হুসাইন
ফাযিল প্রথম বর্ষ

কোন ফুলের উপমা তুমি
ভেবে না পায় কুল,
তুমি শ্রী কুটেরই ফুল
তৈয়ব শাহ্‌ আমার
আওলাদে রাসূল
হুজুর কেবলার আগমনে
প্রাণেতে সাড়া জাগে,
আমি আশায় থাকি কিভাবে
দেখবো সবার আগে,
মুর্শিদ কেবলা তাহের শাহ্‌
আওলাদে রাসূল
মুর্শিদ আমার হুজুর কেবলা
তিনি যে কত মহান,
তাহার কাছে বায়াত হয়ে
আমরা যে ভাগ্যবান।
নূর নবীজির প্রিয় তুমি
আওলাদে রাসূল

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment