হযরত আলি এবং হযরত মুয়াবিয়া রাযিয়াল্লাহু আনহুমাদ্বয়ের মধ্যকার সিফফিন যুদ্ধের শহীদরা জান্নাতি
বিখ্যাত প্রাচীন কিতাব,মুসান্নাফে আবি শায়বাহ তে বিশুদ্ধ উল্লেখ আছে,মুসলিম শরিফের রাবী ইয়াযীদ বিন আল-আসিম বলেন,
قال:سئل علي عن قتلى يوم صفين، فقال: قتلانا وقتلاهم في الجنة
—”আমি আলি كَـرَّمَ اَلـلَّـهُ تَبَـارَكْ وَتـَعٰالى وَجْهَـهُ الْكَـرِيْـمُ কে সিফফিনের শহীদদের ব্যাপারে জিজ্ঞেস করলাম।উনি বললেন,❝আমাদের পক্ষের এবং ওদের পক্ষের শহীদরা জান্নাতে যাবে❞!
দারু কুনূওয রিয়াদ হতে প্রকাশিত কিতাবের ২১তম খন্ডের ৫৩৫ পৃষ্ঠায় তাহক্বিক কারী বলেন হাদীসটি বিশুদ্ধ।
[মুসান্নাফে ইবনে আবি শায়বা,১৫/৩০৩
ইমাম ইবনে আসাকির,তারিখে দামেষ্ক,৫৯/১৩৯
সুনানু সাঈদ বিন মানসুর,৩/৩৪৪-৩৪৫
ইবনে আবি জুরাদাহ,বুগইয়াতুত ত্বালিব,১/২৯৭]
ইমাম তাবারানী, মুজামুল কাবীর গ্রন্থে ১৯তম খণ্ডের ৬৮৮ পৃষ্ঠায়,জা’ফর বিন বারক্বান হতে যায়দ বিন আবি আযরক্বার সূত্রে বর্ণনা করেছেন।
(ছবিতে মুজামুল কাবীর)