স্বীয় কুরবানীর পশুর উপর আরোহণ প্রসঙ্গে

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

১৫- بَابُ مَا جَاءَ فِي الرُّكُوْبِ عَلَىٰ بَدْنَتِهِ

٢٥٢- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ عَبْدِ الْكَرِيْمِ، عَنْ أَنَسٍ ، أَنَّ النَّبِيَّ  رَأَىٰ رَجُلًا يَسُوْقُ بَدَنَةً، فَقَالَ: «ارْكَبْهَا».

বাব নং ১১৩. ১৫. স্বীয় কুরবানীর পশুর উপর আরোহণ প্রসঙ্গে

২৫২. অনুবাদ: ইমাম আবু হানিফা আব্দুল করিম থেকে, তিনি আনাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, নবী করিম (ﷺ)  একজন ব্যক্তিকে তার কুরবানীর পশু হাঁকিয়ে নিয়ে যেতে দেখেন। তিনি তাকে বললেন, তুমি এর উপর আরোহণ কর। 

(বুখারী, ২/৬০৬/১৬০৪)

ব্যাখ্যা: ইমাম শাফেঈ ইমাম আহমদ এবং ইমাম ইসহাক (رضي الله عنه)’র মতে সাধারণভাবে নয় বরং প্রয়োজনে আরোহণ করা জায়েয। ইমাম আবু হানিফা (رحمة الله)’র মতে অতি প্রয়োজন না হলে জায়েয নেই। যেমন পদব্রজে চলতে অক্ষম হলে এবং কুরবানীর পশুর উপর আরোহণ ছাড়া কোন উপায় না থাকলে কেবল তখনই জায়েয। সুফিয়ান সওরী, শা‘বী, হাসান বসরী এবং আতা (رحمة الله) প্রমূখগণও এই মত পোষণ করেন। 

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment