❏ ইবনে সা’দ, আবু ইয়ালা ও বায়হাকী (رحمة الله) হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা) তাবুকে থাকাকালীন হযরত জিব্রাঈল (عليه السلام) তাঁর কাছে তাশরীফ আনলেন এবং বললেন, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মযনী ইন্তেকাল করেছেন। আপনি কি তার জানাযা পড়বেন? তিনি বললেন, হ্যাঁ। জিবরাঈল (عليه السلام) তার উভয় বাহু নাড়া দিলে সমস্ত গাছ ও টিলা পড়ে মাটিতে সমান হয়ে গেল এবং জানাযা তাঁর সামনে আনা হল যাতে তিনি জানাযা স্বচক্ষে দেখতে পান। তারপর তিনি জানাযার নামায পড়লেন। তাঁর পিছনে ফেরেশতাদের দু’টি কাতার ছিল এবং প্রত্যেক কাতারে সত্তর হাজার ফেরেস্তা ছিল। রাসূল (ﷺ) বলেন, আমি জিবরাঈল (عليه السلام) কে জিজ্ঞেস করলাম, আল্লাহ তায়ালার কাছে মুয়াবিয়া এত মর্যাদা কিভাবে লাভ করল? উত্তরে জিব্রাঈল (আ, বলেন, সে সূরা ইখলাস কে ভালবাসতাে। সে হাঁটতে-বসতে, আসতে-যেতে সর্বদা সূরা ইখলাস তেলাওয়াত করতাে। ●৪১৯
_____________________________
৪১৯.ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:১ম পৃ:৪৬১





Users Today : 896
Users Yesterday : 1502
This Month : 10148
This Year : 149625
Total Users : 265488
Views Today : 3749
Total views : 3215862