১০৪) সূরা হুমাযাহ ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৯
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ
01
প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ
02
যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ
03
সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ
04
কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ
05
আপনি কি জানেন, পিষ্টকারী কি?
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ
06
এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ
07
যা হৃদয় পর্যন্ত পৌছবে।
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ
08
এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ
09
লম্বা লম্বা খুঁটিতে।





Users Today : 209
Users Yesterday : 767
This Month : 14631
This Year : 186502
Total Users : 302365
Views Today : 8109
Total views : 3584853