পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
৯৪) সূরা আল ইনশিরাহ ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৮
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
01
আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
02
আমি লাঘব করেছি আপনার বোঝা,
الَّذِي أَنقَضَ ظَهْرَكَ
03
যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
04
আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
05
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
06
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
فَإِذَا فَرَغْتَ فَانصَبْ
07
অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
وَإِلَى رَبِّكَ فَارْغَبْ
08
এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।




Users Today : 151
Users Yesterday : 767
This Month : 14573
This Year : 186444
Total Users : 302307
Views Today : 2570
Total views : 3579313