সিহাহ সিত্তাহ বর্হিভূত ইমামগণের প্রণীত কিছু প্রসিদ্ধ কিতাবঃ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

বুখারী , মুসলিম , তিরমিজী , মিশকাত , আবু দাউদ ও নাসাই শরীফের মত আরো কমপক্ষে ৫০ টির অধিক সহি হাদিসের কিতাব রয়েছে | আপনাদের খেদমতে সেই কিতাবগুলার তালিকা নিচে পেশ করলামঃ

(১) সহীহ্ ইবনে খোযায়মা,
(২) সহীহ্ ইবনে হাব্বান,
(৩)সহীহ্ ইবনে ওয়ায়না,
(৪)সহীহ্ ইবনুস সাকান,
(৫)সহীহ্ মোন্তাকা,
(৬) মুখতাসারেজিয়াহ্,
(৭)সহীহ্ জুরকানী,
(৮)সহীহ্ ইসফেহানী,
(৯) সহীহ্ ইসমাঈলী,
(১০) মোস্তাদরেক ইবনে হাকিম,
(১১) মসনদেইমাম আযম,
(১২) মুওয়াত্তায়ে ইমামমালেক,
(১৩) মুওয়াত্তায়ে ইমাম মুহম্মদ,
(১৪) কিতাবুল আছার,
(১৫) কিতাবুল খেরাজ,
(১৬) কিতাবুল হেজাজ,
(১৭) কিতাবুল আ’মালী,
(১৮) মসনদে শাফেয়ী,
(১৯) মসনদে আবূ ইয়ালী,
(২০) মসনদে আব্দুর রাজ্জাক,
(২১) মোছান্নেফে আবূ বকর ইবনে আবী শায়বা,
(২২) মসনদে আবদ ইবনে হুমায়েদ,
(২৩) মসনদে আবূ দাউদ তায়লাসী,
(২৪) সুনানে দারে কুতনী,
(২৫) সুনানে দারেমী,
(২৬) সুনানে বায়হাক্বী,
(২৭) মা’রেফাতু সুনানে বায়হাক্বী,
(২৮) মা’য়ানিয়ূল আছার-তাহাবী,
(২৯) মুশফিক্বিয়ুল আছার-তাহাবী,
(৩০) মু’জামুল কবীর-তিবরানী,
(৩১) মু’জামুল আওসাত-তিবরানী,
(৩২) মু’জামুস সগীর-তিবরানী,
(৩৩) কিতাবুল ই’তিকাদ্,
(৩৪) কিতাবুদ্ দোয়া,
(৩৫) মসনদে হারেস ইবনে উমামা,
(৩৬) মসনদে বাজ্জাজ,
(৩৭) সুনানে আবী মুসলিম,
(৩৮) সুনানে সাঈদ বিন মনছুর,
(৩৯) শরহুস্ সুন্নাহ,
(৪০) শেফা,
(৪১) হুলইয়া,
(৪২) তাহযীবুল আছার ও
(৪৩) আল মুখাতারা

>> ইত্যাদি কিতাবসমূহ হাদীস শরীফের সহীহ্ কিতাবের অন্তর্ভূক্ত।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment