সিরাতে মুস্তাকিম’ কিতাবখানা মূলত: সৈয়দ আহমদ বেরলভী সাহেবের মলফুজাত বা বাণী

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

সিরাতে মুস্তাকিম’ কিতাবখানা মূলত: সৈয়দ আহমদ বেরলভী সাহেবের মলফুজাত বা বাণী

 ১. এ প্রসঙ্গে মাওলানা কেরামত আলী জৈনপুরী তদীয় ‘জখিরায়ে কেরামত’ ১ম খণ্ড (মুকাশিফাতে রহমত) ২০ পৃষ্ঠায় লিখেন-

 صراط المستقیم کہ اسکے مصنف حضرت سید صاحب اور اسکا کاتب مولانا محمد اسمعیل محدث دہلوی ہیں- 

‘সিরাতে মুসতাকিম’ এর মুছান্নিফ বা মূল গ্রন্থকার হযরত সৈয়দ সাহেব (সৈয়দ আহমদ বেরলভী) এবং এর লেখক বা সংকলক মাওলানা মুহাম্মদ ইসমাঈল মোহাদ্দিসে দেহলভী।

 ২. জৈনপুরী সাহেব উক্ত জখিরায়ে কেরামত কিতাবের ২য় খণ্ড ২৩৪ পৃষ্ঠায় লিখেন-

 اگر چہ حضرت پرومرشد برحق حضرت سید احمد ۔ ۔ ۔ ۔ انکے ملفوظات کو بھی جسکا نام صراط المستقیم ہے- 

 ‘তার (সৈয়দ আহমদ বেরলভী সাহেবের) মলফুজাত বা মুখনিঃসৃত বাণী ‘সিরাতে মুসতাকিম’ কিতাব।’ 

৩. মাও: কেরামত আলী জৈনপুরী সাহেব জখিরায়ে কেরামত ২য় খণ্ড ১৮৭ পৃষ্ঠায় লিখেন-

 تقویۃ الایمان ہو ہر قسم کے شرک کے رد میں ہے اور صراط المستقیم جو تصوف میں ہے اور حضرت سید صاحب ممدوح نے اسکو لکھوایا- 

 অর্থাৎ ‘তাকভীয়াতুল ঈমান’ হচ্ছে প্রত্যেক প্রকার শিরকের খণ্ডন এবং ‘সিরাতে মুস্তাকিম’ কিতাব, যা ইলমে তাছাউফ সম্পর্কীয় এবং হযরত সৈয়দ আহমদ বেরলভী সাহেব উক্ত কিতাবখানা লিখায়েছেন।

 ৪. জৈনপুরী সাহেব জখিরায়ে কেরামত ৩য় খণ্ড ১৬২ পৃষ্ঠায় লিখেন-

 سید احمد قدس سرہ کی کتاب صراط مستقیم کو جسکو مولانا محمد اسماعیل رحمہ اللہ نے لکھاہے- 

 অর্থাৎ ‘সৈয়দ আহমদ বেরলভী সাহেবের কিতাব ‘সিরাতে মুস্তাকিম’ যা মাওলানা মুহাম্মদ ইসমাঈল ছাহেব লিখেছেন।’ 

উপরোক্ত চারটি এবারতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম সৈয়দ আহমদ বেরলভী ‘সিরাতে মুস্তাকিম’ কিতাবের মুসান্নিফ বা মূলগ্রন্থকার।

সিরাতে মুস্তাকিম সৈয়দ আহমদের ‘মলফুজাত’ বা বাণী। সিরাতে মুস্তাকিম সৈয়দ আহমদের কিতাব লেখক ইসমাইল দেহলভী। সৈয়দ আহমদ ‘সিরাতে মুস্তাকিম’ কিতাবকে লিখায়েছেন।।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments