সাহাবীয়ে রাসুল ﷺ হযরত আমিরে মুয়াবিয়া (রা.)’র মাজার শরীফ!
প্রখ্যাত #সাহাবী হযরত আমিরে মুয়াবিয়া (রা.)’র ৬০৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। রাসুল ﷺ এর হিজরতের সময় তাঁর বয়স ছিল ১৮ বছর। তাঁর বংশ পঞ্চম পুরুষে এসে রাসুল ﷺ-এর বংশের সঙ্গে মিলে যায়। তিনি উম্মুল মুমিনীন উম্মে হাবিবা (রা.)-এর সহোদর ভাই ছিলেন। তিনি মক্কা বিজয়ের সময় রাসুল ﷺ- এর হাতে বাইয়াত গ্রহণ করে ইসলাম প্রকাশ করলেও মূলত হিজরতের আগেই তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। এ জন্যই তিনি বদর, ওহুদ, খন্দকসহ কোনো যুদ্ধেই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসেননি- (উস্দুল গাবাহ ৫/২১০)। মুয়াবিয়া (রা.) আল্লাহপ্রদত্ত অসাধারণ বুদ্ধিমত্তা ও যোগ্যতার অধিকারী ছিলেন। রাসুল ﷺ-এর কাছে তিনি এতই নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন যে তিনি তাঁকে ওহি লেখার দায়িত্ব দিয়েছিলেন। তিনি ফকিহ সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন। রাসুল ﷺ থেকে তাঁর সূত্রে ১৬৩টি হাদিস বর্ণিত হয়েছে। সর্বপ্রথম তিনিই ইসলামের ইতিহাস রচনা করেছেন।
#রাসুল ﷺ-এর দৃষ্টিতে হযরত মুয়াবিয়া (রা.)
হযরত উম্মে হারাম (রা.) বলেন, ‘আমি রাসুল (ﷺ)-কে বলতে শুনেছি, আমার উম্মতের সর্বপ্রথম সামুদ্রিক অভিযানে অংশগ্রহণকারী বাহিনীর জন্য জান্নাত অবধারিত’-
(সহিহ বোখারি, হা. ২৯২৪) ।
এ হাদিসের ব্যাখ্যায় মুহাল্লাব (রহ.) বলেন, ‘হাদিসটিতে হজরত মুয়াবিয়া (রা.)-এর ফজিলত বর্ণিত হয়েছে। কেননা হজরত মুয়াবিয়া (রা.)-ই ছিলেন ওই বাহিনীর সিপাহসালার’- (ফাতহুল বারী : ৬/১০২)।
হজরত আবদুর রহমান ইবনে আবি উমায়রা (রা.) বলেন, ‘রাসুল (ﷺ) মুয়াবিয়ার জন্য এ দোয়া করেছিলেন, হে আল্লাহ! মুয়াবিয়াকে সঠিক পথে পরিচালনা করুন ও তাঁকে পথপ্রদর্শক হিসেবে কবুল করুন’-
(তিরমিজি, হা. ৩৮৪২) ।
একবার মুয়াবিয়া (রা.) রাসুল ﷺ-এর অজুতে পানি ঢেলে দিচ্ছিলেন, তখন রাসুল (ﷺ) তাঁকে বললেন, ‘হে মুয়াবিয়া, যদি তোমাকে আমির নিযুক্ত করা হয়, তাহলে আল্লাহকে ভয় করবে এবং ইনসাফ করবে। ‘ মুয়াবিয়া (রা.) বলেন, ‘সেদিন থেকেই আমার বিশ্বাস জন্মেছিল যে, এ কঠিন দায়িত্ব আমার ওপর এসে পড়বে’- (মুসনাদে আহমাদ হা. ১৬৯৩৩)।
হজরত ইবনে আব্বাস (রা.) সূত্রে বর্ণিত, একদিন জিবরাঈল (আ.) রাসুল (ﷺ)-এর কাছে এসে বললেন, ‘হে মুহাম্মদ (ﷺ), মুয়াবিয়াকে সদুপদেশ দিন, কেননা সে আল্লাহর কিতাবের আমানতদার ও উত্তম আমানতদার’- (আল মুজামুল আওসাত, হা. ৩৯০২) ।
#খোলাফায়ে রাশেদিনের যুগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনঃ
অসাধারণ নৈপুণ্যের কারণে হজরত ওমর (রা.) তাঁর খেলাফতকালে তাঁকে দামেস্কের আমির নিযুক্ত করেছিলেন। হজরত ওসমান (রা.) তাঁকে পুরো শামের (সিরিয়ার) আমির নিযুক্ত করেছিলেন। তাঁদের খেলাফতকালে মুয়াবিয়া (রা.) ইসলামের বহু যুদ্ধে নেতৃত্ব দিয়ে অনেক দেশ জয় করেছিলেন। খবর আদান প্রদানের জন্য তিনিই সর্বপ্রথম ডাক যোগাযোগ ব্যবস্থা চালু করেন।
#ওফাতঃ এই মহান সাহাবীয়ে রাসুল ﷺ ২২ রজব ৬০ হিজরি মোতাবেক
২৯ এপ্রিল বা ১ মে, ৬৮০ খ্রিষ্টাব্দে সিরিয়ার দামেস্কে ওফাত প্রাপ্ত হোন।
#আ’লা হযরত ইমাম শাহ আহমদ রেযা খাঁন ফাজেলে ব্রেলভী (রহঃ) বলেন,
“যে ব্যক্তি হযরত আমিরে মুওয়াবিয়া (রাঃ) সম্পর্কে খারাপ ধারণা করে, জাহান্নামের কুকুরের মধ্যে সেও একটি কুকুর।”