সাহাবীদের সমালোচনা করা হারামঃ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হযরত আনাস রাদ্বিআল্লাহু তা’লা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন আল্লাহ্’র প্রিয় রসূল সাল্লাল্লাহু তা’লা আলাইহি ওয়াসাল্লাম।
ইরশাদ করেন:

– নিশ্চই আল্লাহ তা’লা আমাকে নির্বাচন করেছেন এবং
– আমার সাহাবীগণকে নির্বাচন করেছেন।
– অতঃপর তাদের মধ্যে থেকে আমার শ্বশুড় ও জামাতা বানিয়েছেন এবং
– তাদেরকে আমার আনসার তথা সাহায্যকারী বানিয়েছেন।
নিশ্চই অচিরেই শেষ যামানায় এমন সম্প্রদায়ের আগমন ঘটবে।
– যারা আমার সাহাবীদের সমালোচনা করবে৷
– সাবধান !এমন লোকদের সাথে বিবাহের সম্পর্ক করবেনা এবং তাদের নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেনা
সাবধান!!
– তাদের সাথে নামায পড়বেনা।
– সাবধান! তাদেরকে সালাম দিবেনা, তাদের উপড় লানত অভিশাপ অবতীর্ণ হয়েছে৷

(হাকীম সৈয়দ আহমাদুল্লাহ্ নদভী
,তারীখে হাদীস ওয়া মুহাদ্দিসীন
উর্দু খন্ড ১ম-পৃষ্ঠা – ১৯৬)

লেখক – (পীর মাদানী শাহ)

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment