❏ ইমাম বুখারী ও ইমাম মুসলিম (رحمة الله) বর্ণনা করেন, হযরত আবু হুরাইরা (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) এরশাদ করেন, তােমরা কি মনে কর যে, আমার চেহরা ওই দিকে? খােদার কসম! তােমাদের রুকু, সিজদা আমার অগােচরে নয়। কেননা, আমি আমার পিঠের পেছনেও দেখি যেভাবে সামনে দেখি। ●৪১২
_____________________________
৪১২. সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:১ম পৃ:১০৪,
❏ ইমাম মুসলিম (رحمة الله) হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) এরশাদ করেন, হে লােক সকল! আমি তােমাদের সামনে (ইমামতিতে) আছি। তােমরা আমার পূর্বে রুকু-সিজদায় যেওনা। কেননা,
خلقى ومن امامى من أراكم فانى
আমি তােমাদেরকে আমার সম্মুখ থেকেও দেখি এবং পিছন থেকেও দেখি। ●৪১৩
_____________________________
৪১৩.সুয়ুতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:১ম, পৃ:১০৪]






Users Today : 898
Users Yesterday : 1502
This Month : 10150
This Year : 149627
Total Users : 265490
Views Today : 3808
Total views : 3215921