সবে কদরের নামাজ পড়ার নিয়ম

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

সবে কদর রাতে নফল নামাজ পড়ার গুরুত্ব অনেক বেশি ৷ তাই কি ভাবে নামাজটি পড়তে হবে সেই সম্পর্কে আলোচনা করব ৷ সবার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ৷
সবে কদরের নামাজ ২ রাকাত করে পড়তে হয় (১ সালামে ২রাকাত ) এই নামাজ সর্ব নিম্ন ১২ রাকাত এর পর যত খুশি পড়তে পারেন ইচ্ছে মত ৷

নামাজের নিয়ম-
সবে কাদরের নামাজের বিভিন্ন নিয়ম আছে তার মধ্যে সব থেকে সহজ নিয়মটি আলোচনা করবো যেটি খুব সহজ ভাবে আদায় করতে পারবেন ৷

তো চলুন শুরু করি

শবে কদরের নামাজের নিয়ত

নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা’য়ালা রাকাতায় সালাতিল লাইলাতিল কাদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার-

নিয়াত করার পর আল্লাহু আকবার বলে হাত বেধে নেবে তার পর আয়ুযুবিল্লাহিমিনাশ শয়তানির রজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে তার পর সানা পাঠ করবে তার পর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে তার পর সুরা ফাতিহা পাঠ করবে তার পর তার পর বিসমিল্লাহির রহমানির রিহম পাঠ করবে তারপর ১ বার সুরা কদর পাঠ করবে তার পর রুকু ও সাজদা আদায় করে ১রাকাত পূর্ণ করবে ৷
এবার ২য় রাকাত শুরু হবে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে তার পর সুরা ফাতিহা পাঠ করবে তার পর আবার বিসমিল্লাহির রহমানির রহিম তার পর ৩ বার সুরা ইখলাস পাঠ করবে তার পর রুকু ও সাজদা করে বইঠোক করবে এবং আত্তাহিয়াতু ও দারুদে ইব্রাহিম ও দুয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে ২য় রাকাত পূর্ণ করবে ৷

কারো যদি সুরা কদর মুখস্ত না থাকে তাহলে যে কোন সুরা পাঠ করবে ৷

এছাড়া কেও যদি লাইলাতুল কদরের নফল নামাজের নিয়ত করে আর বাকি দিনর নফল নামাজের মত আদায় করে তবুও নামাজ আদায় হয়ে যাবে ৷ কোন সমস্যা হবে না ৷

তবে লাইলাতুল কদরের নাফল নামাজ বুজুরগানে দ্বীনের বলা নিয়মানুযায়ী আদায় করা অতি উত্তম হবে ৷

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment