সত্যের সম্মান

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

সৈয়দা হাবিবুন্নেছা দুলন

মানবেরে ভয় করে
করিলে অন্যায়,
সত্য কভূ মিথ্যা দিয়ে
ঢাকা নাহি যায়।
যতই কর ছলাকলা
মিছে বাহাদুরী,
প্রকাশিত হবেই হবে
সকল চাতুরী।
বলেছেন নূর নবী
হাবীব খোদার।
সত্য সদা সমাদৃত
মিথ্যায় হাহাকার।
জালিমেরা করিতেছে
কত অবিচার,
জুলুম করে জালিমেরা
পেয়ে যাচ্ছে পার।
দিয়েছেন প্রিয় নবী
মুসলমানকে শিক্ষা,
“জালেমকে শাস্তি দিয়ে
মজলুম কর রক্ষা।”
ভেবে দেখ মুসলিম
ভাব একবার,
নবীর উম্মত হয়ে
একি ব্যবহার।
কেঁদে ফিরে মজলুম
পায়না সুবিচার,
জাগ ওহে মুসলিম
হঠাও সেচ্ছাচার।
মিথ্যা করে পরিহার
সত্য কর আলিঙ্গঁন,
ন্যায়-অন্যায় বুঝে নিয়ে
মিথ্যা কর উৎপাটন।
নূর নবীর উম্মত
আমরা মুসলমান,
সত্য পথেই রয়েছে
মুমিনের সম্মান।
শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা
এইতো মোদের পরিচয়,
মিথ্যার মৃতু্য দাও
সত্যের কর জয়\\

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment