পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
সকল ঈদের সেরা”
[লেখক :: আরিফ ওয়াকিজ]

সেলাই বিহীন সাদা পোষাক
মোর ঈদের জামা হবে,
আতর জলে সারা দেহ্
সুভাসিত হয়ে রবে।
পালকি করে নিয়ে যারে
ঐ ঈদগাহের মাঠে,
শক্ত করে ধরিস সখি
চার পায়ার সেই খাটে।
কাতার কাতার মুসল্লী সব
মোর ঈদের নামাজে,
বন্ধুু স্বজন কত এলো
ভিন্ন ভিন্ন সাজে।
তাড়াতাড়ি কররে তোরা
শেষ কর্ম সারা,
হৃদয়ে মোর সহেনা আর
লাগলো মনে তাড়া।
জুলুস করে নারা ধরে
বরযাত্রা চলে মোর,
অবশেষে এলো রে আজ
খুশির স্বপ্নের প্রহর।
আধার কালো বন্ধ ঘরে
আমি একা শুয়ে,
আলোর ঝলক এলো গৃহে
চাঁদের রাত হয়ে।
লক্ষ কোটি ঈদ রেখে দে
একটি সোনার কৌটায়,
আমার ঈদ রয়েছে শোন
নবীর চরণ তলায়।
সেই ঈদ মোর ঈদ হবে
সকল ঈদের সেরা,
প্রতি ঈদে সে ঈদের কথা
মোরে করে আত্বহারা।




Users Today : 151
Users Yesterday : 767
This Month : 14573
This Year : 186444
Total Users : 302307
Views Today : 2224
Total views : 3578967