শাজরা শরীফ
সিল্সিলায়ে কাদেরিয়া আলিয়া
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ইয়া ইলাহী আপনি জাতে কিবরিয়াকে ওয়াস্তে
খোলদে দরওয়াযায়ে রহমত্ গদা কে ওয়াস্তে।
অর্থ: হে আমার আল্লাহ্! তোমার সর্বোচ্চ সত্ত্বার মহা মর্যাদার ওসীলায় এ গরীবের জন্য রহমতের দরজা খুলে দাও!
রহমাতুল্লিল্ আলামীঁ খত্মে রুছুল জানে জাঁহা
আহমদও হামিদ্ মুহাম্মদ(দ.) মুস্তফাকে ওয়াস্তে।
অর্থ: ‘সমস্ত জগতের রহমত’ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম হলেন- সর্বশেষ রসূল, বিশ্বজগতের প্রাণ, (যিনি হলেন) আহমদ, হামিদ, মুহাম্মদ মোস্তফা (যথাক্রমে, আল্লাহর সর্বাধিক প্রশংসাকারী, তাঁর গুণগানকারী, সর্বাধিক প্রশংসিত ও আল্লাহর চয়নকৃত (রসূল) – এর ওসীলায়;
মুশ্কিলেঁ আ-ছা-ন ফর্মা রঞ্জ ও গম্ ছব্ দূর র্ক
ছাহেবে জূ-দ্ ও ছখা শের-এ খোদাকে ওয়াস্তে।
অর্থ:সমস্ত মুশকিল আসান করে দাও, দুঃখ-দুশ্চিন্তার সবটি দূর করে দাও- যথেষ্ট পরিমাণে স্বতঃস্ফূর্ত দাতা ও মহান দানশীল হযরত শেরে খোদা (আল্লাহর শার্দুল) হযরত আলী র্কারামাল্লাহু তা‘আলা ওয়াজ্হাহুল করীমের ওসীলায়;
নুরে চশ্মে ফাতিমা ইয়া’নী হোসাইন্ ইব্নে আলী
সৈয়্যদুশ শুহাদা শহীদে র্কাবালা কে ওয়াস্তে।
অর্থ: হযরত ফতিমা যাহ্রা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার নয়নের আলো, অর্থাৎ হযরত আলী র্কারামাল্লাহু তা‘আলা ওয়াজ্হাহুর পুত্র হযরত হোসাইন রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু, শহীদগণের সরদার ও কারবালার মহান শহীদের ওসীলায়;
মাল ও দৌলত্ জাহের ও বাতিন্ আতা র্ক গায়ব ছে
শাহে যায়নুল্ আবেদীঁ শম্‘এ হুদাকে ওয়াস্তে।
অর্থ: যাহির ও বাত্বিন (প্রকাশ্য ও গুপ্ত) ধন-সম্পদ অদৃশ্য থেকে দান করো- শাহ্ যয়নুল আবেদীন, হিদায়তের প্রদীপ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর ওসীলায়;
হযরত বার্ক্বে ইমামে আরিফীন ও কামিলীন্
জা’ফার সাদিক্ব ইমামও পেশ্ওয়াকে ওয়াস্তে।
অর্থ: আরিফ ও কামিল বান্দাদের ইমাম হযরত বাক্বের এবং ইমাম ও পেশ্ওয়া (দ্বীনের বরেণ্য ও অগ্রণী পুণ্যবান ব্যক্তি) হযরত জা’ফর সাদিক্ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর ওসীলায়;
উয়হ্ আমল্ র্সযদ্ হো মুজ্ছে জিছ্মে হো তেরী রেজা
মূসা কাজেম্ আওর শাহ্ মূসা রেজা কে ওয়াস্তে।
অর্থ: আমার দ্বারা যেন ওই আমল বা কর্ম সম্পাদিত হয়, যাতে (হে আল্লাহ্) তোমার সন্তুষ্টি থাকে – হযরত মূসা কাযিম ও হযরত মূসা রেযা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমার ওসীলায়;
হযরত মা’রূফে করখী ছাহেবে ইল্মও আমল্
র্ছিরিউ সাক্ব্তী সিরাজে আউলিয়া-কে ওয়াস্তে।
অর্থ: ইলম ও আমল (গভীর জ্ঞান ও সৎকর্ম) – এর ধারক হযরত মা’রূফ করখী এবং ওলীকুলের প্রদীপ হযরত সারিউস্ সাক্বাতী রাহিমাহুল্লাহুর ওসীলায়;
রিযক্বে ওয়ার্ফে র্ক আতা মুহ্তাজ গায়রুঁ কা না র্ক
হয্রত জুনাইদ্ ছব্কে রাহ্নুমাকে ওয়াস্তে।
অর্থ: প্রশস্ত ও যথেষ্ট জীবিকা দান করো, তুমি ব্যতীত অন্য কারো মুখাপেক্ষী করোনা, সকলের পথ-প্রদর্শক হযরত জুনায়দ (বাগদাদী) আলায়হির রাহমাহর ওসীলায়;
খাজায়ে বূ বক্র ইয়া’নী জা’ফারুশ্ শিব্লী ওলী
আব্দুল ওয়াহিদ্ আত্-তামীমী পারছাকে ওয়াস্তে
১০. খাজা আবূ বকর অর্থাৎ হযরত জা’ফর শিব্লী ওলী এবং আল্লাহর মহান ওলী আবদুল ওয়াহিদ তামীমী, পাক-পবিত্র চরিত্রের অধিকারী আলায়হিমার রাহমাহর ওসীলায়;
র্ফহাতে দিল্ বখ্শ এল্মে মা’রিফাত্ ছে শাদ্ র্ক
বুল্ ফারাহ্ তরতূছিয়ে বদ্রুদ্দুজাকে ওয়াস্তে।
অর্থ: হৃদয়ের খুশী দান করো, মা’রিফাতের জ্ঞান দ্বারা ধন্য ও তৃপ্ত করো- হযরত আবুল ফারাহ্ ত্বরত্বূসী বদরুদ্দুজা আলায়হির রাহমাহর ওসীলায়;
র্ক্বশীয়ে হাঙ্কারী আর্ও মোবারক বূ-সা‘ঈদ
হো ছা‘আদাত্ জাদে রাহে ইয়াওমে জাযাকে ওয়াস্তে
অর্থ: হযরত ক্বরশী হাঙ্কারী ও হযরত আবূ সা‘ঈদ মুবারক রাহিমাহুমাল্লাহুর ওসীলায় সৌভাগ্য প্রতিদান-দিবসের পাথেয় হোক;
সৈয়্যদ হাসানী হোসাইনী ইয়াযদাহ্ ইছ্মে আযীম
আবদুল কাদের বাদশাহে দো-ছরাকে ওয়াস্তে।
অর্থ: সাইয়্যেদ হাসানী, হোসাইনী, মহান এগার নামের ধারক উভয় জগতের বাদশাহ্ হযরত আবদুল কাদির আলায়হির রাহমাহ্র ওসীলায়;
বে নেয়াযূঁ মে মুঝেহ্ কর র্সফরায ও বেনেয়ায
শাহে জীলাঁ মুহীউদ্দিন ক্বদ্মুল্ উলাকে ওয়াস্তে।
অর্থ:আমাকে ধন্য ও অমুখাপেক্ষী করে অমুখাপেক্ষীদের অন্তর্ভুক্ত করো- উচ্চতর কদম বা মর্যাদার অধিকারী শাহে জীলান হযরত মুহি উদ্দীন রাহমাতুল্লাহি তা‘আলা আলায়হি’র ওসীলায়;
ক্বিব্লায়ে ওশ্শাক্ব হয্রত সৈয়্যদ আব্দুর রায্যাক্ব
খাজা বূ- ছালেহ্ নর্জ গাউসুল্ ওয়ারাকে ওয়াস্তে।
অর্থ: আশিক্বদের ক্বেবলা হযরত সাইয়্যেদ আবদুর রায্যাক্ব ও খাজা আবূ সালেহ্ নদ্বর, সৃষ্টির মহান সাহায্যকারী (গাউসুল ওয়ারা) আলায়হিমার রাহমাহ্’র ওসীলায়;
হযরত সৈয়্যদ শিহাবুদ্দীন আহ্মাদ্ যুল্করম্
শরফে দীঁ ইয়াহ্ইয়া বুযুর্গও পারসাকে ওয়াস্তে।
অর্থ: কারামত বা বুযুর্গীর ধারক হযরত সাইয়্যেদ শেহাব উদ্দীন ও পূতঃপবিত্র বুযুর্গ হযরত শারফুদ্দীন ইয়াহিয়া আলায়হিমার রাহমাহর ওসীলায়;
খাজা সৈয়্যদ শামছে দীঁ মুহাম্মদ বা ওয়াক্বার
শাহ্ আলাউদ্দীন আলীয়ে মাহ্লেক্বা-কে ওয়াস্তে।
অর্থ: আসাধারণ ব্যক্তিত্ব ও আত্ম মর্যাদার ধারক হযরত খাজা সাইয়্যেদ শামসুদ্দীন মুহাম্মদ ও চন্দ্ররূপ চেহারাধারী হযরত শাহ্ আলাউদ্দীন আলী আলায়হিমার রাহমাহর ওসীলায়;
শাহ্ বদ্রুদ্দীন হুসাইন আরেফে আকমাল্ তরীন্
র্শফে দীঁ ইয়াহ্ইয়া ফারূক্বে সফাকে ওয়াস্তে।
অর্থ: যুগশ্রেষ্ঠ আরিফ বান্দা শাহ্ বদরুদ্দীন হোসাইন ও হযরত শরফুদ্দীন ফারুক্ব সাফা আলায়হির রাহমাহর ওসীলায়;
খাজা সৈয়্যদ শরফেদীন ক্বাসিম বক্বা বিল্লাহ্ মক্বাম
সৈয়্যদ আহমদ্ র্ছ গোরোহে আত্ক্বিয়াকে ওয়াস্তে।
অর্থ: ‘বাক্বা বিল্লাহ্’র মতো উঁচুতর স্থায়ী হাল সম্পন্ন বুযুর্গ খাজা সাইয়্যেদ শরফ উদ্দীন ও মুত্তাক্বীকুলের শিরমণি হযরত সাইয়্যেদ আহমদ আলায়হির রাহমাহর ওসীলায়;
খাজা সৈয়্যদ হুসাইন্ নূরে জানে আরেফাঁ
সৈয়্যদ আবদুল বাসেত শাহে আছ্খিয়াকে ওয়াস্তে
অর্থ: আরিফ বান্দাদের প্রাণের আলো খাজা সাইয়্যেদ হোসাইন ও দানশীলদের বাদশাহ্ হযরত সাইয়্যেদ আবদুল বাসিত্ব আলায়হিমার রাহমাহ্র ওসীলায়;
সৈয়্যদ আবদুল ক্বাদের সানী ওলীয়ে নামদার
সৈয়্যদ মাহ্মূদ ছাহেব বা-হায়াকে ওয়াস্তে।
অর্থ: প্রসিদ্ধ ওলী দ্বিতীয় সাইয়্যেদ আবদুল ক্বাদির ও অসাধারণ ঈমানী লাজ-লজ্জা সমৃদ্ধ হযরত সাইয়্যেদ মাহমূদ সাহেব আলায়হিমার রাহমাহর ওসীলায়;
ফানি ফিল্লাহ্ বাক্বী বিল্লাহ শাহ্ আব্দুল্লাহ্ ওলী
শাহ্ ইনায়াতুল্লাহ্ ছাহেব্ বা-ওয়াফাকে ওয়াস্তে।
অর্থ: মহান ওলী, ফানী ফিল্লাহ্, বাক্বী বিল্লাহ্ (আল্লাহতে বিলীন ও আল্লাহর ধ্যানে মগ্ন) হযরত শাহ্ আবদুল্লাহ্ ও অতি মাত্রার ওয়াফাদার (বিশ্বস্ত) বুযুর্গ হযরত শাহ্ ইনায়াতুল্লাহ্ সাহেব আলায়হিমার রাহমাহ্র ওসীলায়;
হাফেয্ আহ্মদ্ বারাহ মূলী শাইখুনা আব্দুস সবূর
গুল্ মুহাম্মদ খাছ্ মাহ্বূবে খোদাকে ওয়াস্তে।
অর্থ: বারাহ্-মুলী হযরত হাফেয আমহদ এবং আমাদের মহান শায়খ আবদুস্ সবূর ও আল্লাহ্র খাস বন্ধু হযরত গুল মুহাম্মদ আলায়হিমার রাহমাহ্র ওসীলায়;
র্ওফ হ্যায় কাঙ্গাল আওর সারী খোদাঈ হাত মে
এক্ নেগাহে মেহ্রে বছ হ্যায় দোছরাকে ওয়াস্তে।
অর্থ: ওরফে হযরত ‘কাঙ্গাল শাহ্’ আর বাস্তবে সমগ্র খোদায়ী জগত হাতের মুষ্ঠিতে ধারণকারী বুযুর্গ’র ওসীলায়; অন্য লোকের জন্য যাঁর একটি মাত্র কৃপাদৃষ্টিই যথেষ্ট।
খাজা মুহাম্মদ রফীক্ব আলিমে ইল্মে খোদা
শাইখ্ আবদুল্লাহ্ ওলীয়ে বা-ছফাকে ওয়াস্তে।
অর্থ: খোদা-প্রদত্ত ইল্মে সমৃদ্ধ জ্ঞানী খাজা মুহাম্মদ রফীক্ব ও পূতঃপবিত্র ওলী শায়খ আবদুল্লাহ্র মাধ্যমে;
শাহ্ মুহাম্মদ আন্ওয়ার শাইখে আকাবের নূরও নূর
আ শাহ ইয়া’ক্বুব মুহাম্মদ যুল্ আতাকে ওয়াস্তে।
অর্থ: শীর্ষস্থানীয় শায়খ বা মুর্শিদদের মুর্শিদ, খোদায়ী নূররাশিতে আলোকিত বুযুর্গ হযরত শাহ্ মুহাম্মদ আনওয়ার ও মহান দানশীল ওই শাহ্ এয়াকুব মুহাম্মদ আলায়হি রাহমাহর ওসীলায়;
ক্বুত্ববে আলম্ গাউসে দাওরাঁ আব্দুর রহমান চৌহরভী
উন্কা সদ্ক্বা হাত্ উঠাতা হোঁ দো‘আ কে ওয়াস্তে।
অর্থ: কুত্ববে আলম, গাউসে দাওরাঁ (বিশ্ব বরেণ্য ক্বুত্বব ও যুগশ্রেষ্ঠ গাউস) হযরত আবদুর রহমান চৌহরভী আলায়হির রাহমাহ। তাঁর মহান ওসীলা বা মাধ্যম নিয়ে, দো‘আর জন্য হাত উঠাচ্ছি।
মা‘আফ র্কদে আয় খোদায়ে দোজাহাঁ মেরে গুনাহ্
সৈয়্যদ আহ্মাদ্ শাহ ক্বুত্ব্বুল্ আউলিয়াকে ওয়াস্তে।
অর্থ: হে উভয় জাহানের খোদা! আমার গুনাহ্ ক্ষমা করে দাও- ক্বুত্ববুল আউলিয়া (ওলীগণের ক্বুত্বব (মধ্যমণি) হযরত সৈয়্যদ আহমদ শাহ্ (সিরিকোটী) আলায়হির রাহমাহর ওসীলায়;
পাক্ ত্বীনত্ পাক্ বাতেন্ পাক্ দিল্ করদে মুঝেহ্
হযরত তৈয়্যব্ শাহে শাহ্ ও গদাকে ওয়াস্তে।
অর্থ: আমাকে পবিত্র স্বত্তা, পবিত্র মন ও পবিত্র হৃদয়ের অধিকারী করে দাও- বাদশাহ্ ও ফক্বীগণের বাদশাহ্ হযরত তৈয়্যব শাহ্ আলায়হির রাহমাহর ওসীলায়;
জিস্মে ত্বার্হে, ক্বল্বে ত্বাহের, রূহে ত্বাহের দে মুঝেহ্
সৈয়্যদ শাহ্ পীর তাহের বা-খোদাকে ওয়াস্তে।
অর্থ: আমাকে পবিত্র দেহ, পবিত্র হৃদয় ও পবিত্র রূহ বা আত্মা দান করো- আল্লাহ্ ওয়ালা মুর্শিদে কামিল হযরত সৈয়্যেদ তাহের শাহ্ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়ার মাধ্যমে এবং
হো মেরা ঈমান কামেল্ আওর হো রওশন্ জমীর
সৈয়্যদ শাহ্ পীর সাবির বা-জিয়াকে ওয়াস্তে।
অর্থ: আমার ঈমান কামিল (পূর্ণাঙ্গ) হোক, আর আমি যেন আলোকিত মনের মানুষ হয়ে যাই- আলোকিত হৃদয়ের পীরে তরীক্বত হযরত সৈয়্যেদ সাবির শাহ্ সাহেব মুদ্দাযিল্লুহুল আলীর মাধ্যমে।
জিছ্নে ইয়ে শাজ্রা পড়া আওর জিছ্নে ইয়ে শাজরা সুনা
বখ্শ দে ছব্ কো তূ জুম্লা পেশ্ওয়া কে ওয়াস্তে।
অর্থ: যে এ শাজরা শরীফ পড়লো আর যে এ শাজরাহ্ শরীফ শুনলো- সবাইকে ক্ষমা করে দাও- সমস্ত পেশ্ওয়া (দ্বীনের ইমাম ও বুযুর্গকুল)-এর ওসীলা বা মাধ্যমে। আমীন! (হে খোদা কবূল করো।)
* বিশেষ দ্রষ্টব্য
শাজরা শরীফ পাঠকালে শ্রোতাগণ শুধু আ-মীন বলবেন এবং তাশাহ্হুদ্ বৈঠকের মত বসবেন।