শবে কদরের রাত

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

“শবে কদরের রাত”
[লেখক:: আরিফ ওয়াকিজ]

বইছে নুরের হাওয়ার ঝুম
দেহে শিতল পরশ,
হচ্ছে মনে নামছে বুঝি
রহমত হয়ে আরশ।

গুনগুনিয়ে কোন সে আওয়াজ
যাচ্ছে ডেকে হায়,
রবের তরে সেজদায় ঝুকো
সময় তো চলে যায়।

হাজার মাসের চেয়ে দামি
শবে কদরের রাত,
যা কিছু চাওয়ার খোদার তরে
করো আজ মোনাজাত।

কোরআন নাজিল মহান রাতে
আল্লাহ পাকের বাণী,
মধুর সূরে করো তেলাওয়াত
মুছে যাবে সব গ্লানী।

হৃদয় কোমল করে কাদোঁ
সকল পাপের তরে,
সদকা খয়রাত করো বন্ধুু
প্রান উজাড় করে।

আল্লাহ্ নবীর ওয়াদা আছে
ক্ষমা পাবে এই রাতে,
হেলা না করি করো বন্ধেগী
নাজাত পায়বা তাতে।

ফেরেশতার দল নামিবে রাতে
দেখবে ঘুরে ঘুরে,
ফজর হলে আসমানি দেশে
যাবে আবার উড়ে।

মা বাবারে সালাম করি
মসজিদে ভাই যাও,
আপন পাপের মুক্তি লাভে
ক্ষমার আর্জি জানাও।

দোয়াই তোমার স্মরন করিও
ওয়াকিজ বড় পাপী,
দিবা নিশি তাই তো মন
সাল্লে আলা জপি।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment