রমযানের নামকরণ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

রমযানের নামকরণের ক্ষেত্রে বহু অভিমত লক্ষ্য করা যায় তন্মধ্যে কয়েকটি উল্লেখ করা হলো ।

১. আল্লামা ইবনে আসির তাঁর প্রসিদ্ধ কিতাব “ নিহায়া ” তে উল্লেখ করেন رَمْضَانٌ শব্দটা رَمْضَاءٌ শব্দ থেকে গৃহীত । গ্রীষ্মকালের প্রচণ্ড গরমকে رَمْضَاءٌ বলা হত । যখন এই মাসের নামকরণ করা হচ্ছিল তখন প্রচণ্ড গরম ছিল ।

২. অন্য বর্ণনায় রয়েছে , رَمْضَاءٌ শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া। رَمْضَانٌ কে রমযান নাম করণের কারণ হলো , রমযান মাসে মানুষ ইবাদত বন্দেগীর মাধ্যমে তাঁদের গুনাহকে জ্বালিয়ে দেয় ।

৩. তাফসীরে খাযিনে বর্ণিত رَمْضَاءٌ এর অর্থ হলো –

اَلْحِجَارَةُ اَلْمُحِمَّاةُ فِى الشَّمْسِ

অর্থাৎ সূর্যের আলোতে উত্তপ্ত পাথর ।

আরোও বর্ণিত রয়েছে যে, প্রস্থর বেষ্টিত মরু অঞ্চলের লোকেরা সাধারণত গ্রীষ্মকালে প্রচণ্ড খরতাপ সহ্য করে রমযানে রোযা পালন করত , তাই একে রমযান বলা হয় ।

৪. শরহে বেক্বায়াতে বর্ণিত রয়েছে , رَمْضَاءٌ শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া ।

وَسُمِّىَ بِهِ لِاَنَّ تُرْمَضُ فِيْهِ الذُّنُوْبُ

অর্থাৎ এবং যেহেতু এটা পাপকে জ্বালিয়ে দেয়, তাই একে রমযান বলা হয় ।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment