এ আলোচনায় রয়েছে হুযূরে পাক (ﷺ) এর বেলাদত শরীফের বিরোধ পুর্ণ পর্যালোচনা। তাঁর জন্ম কালীন সময় নিয়ে বহু মত প্রার্থক্য থাকলেও তিনি যে, সোমবার সুবহে সাদিকের সময় সুভাগমন করেছেন তাতে কোন সংশয় নেই। যেমন : এর সত্যতা প্রমাণে স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) এর হাদীস যথেষ্ট। হযরত আবু কাতাদা (رضي الله عنه) এর বানি-
سُئِلَ رَسُولُ الله صَلَّى الله عَلَيه وسَلَّم عَن صَوْمُ يَوْمِ الاِثْنَيْنِ ؟ قَالَ : ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ وَأُنْزِلَ عَلَيَّ فِيهِ النُّبُوَّةُ
অর্থাৎ: রাসূলুল্লাহ (ﷺ)কে সোমবার দিনের রোযা রাখা সম্র্পকে নিবেদন করা হলে তিনি বললেন: এটি এমন দিন, যে দিনে আমি জন্মগ্রহন করেছি এবং এ দিনেই আমার প্রতি নবুওয়তের গুরুদায়ীত্ব প্রদানকরা হয়। এ হাদীসটি ইমাম মুসলিম رحمة الله عليه বর্ণনা করেন।
বর্ণিত হাদীসে নববী দ্বারা প্রমানিত হয় যে রাসূলুল্লাহ (ﷺ) সোমবার দিনে জন্মগ্রহন করেন। মুসনাদে ইমাম আহমদে ইবনে আব্বাস (رضي الله عنه) হতে একখানা হাদীস বর্ণিত আছে, তিনি বলেন:
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ وُلِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ وَاسْتُنْبِئَ يَوْمَ الِاثْنَيْنِ وَتُوُفِّيَ يَوْمَ الِاثْنَيْنِ وَخَرَجَ مُهَاجِرًا مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ يَوْمَ الِاثْنَيْنِ وَقَدِمَ الْمَدِينَةَ يَوْمَ الِاثْنَيْنِ وَرَفَعَ الْحَجَرَ الْأَسْوَدَ يَوْمَ الِاثْنَيْنِ.
অর্থাৎ- রাসূলুল্লাহ (ﷺ) সোমবার দিনে জন্ম গ্রহন করেন, ঐদিনে তাঁর কাছে উম্মতের আমল পেশ করা হয়, ঐ দিনে তিনি মক্কা থেকে মদীনায় হিজরত করেন, ঐ দিনে সুদুর মদীনায় প্রবেশ করেন, সর্বোপরী ঐদিনে তিনি হাজারে আসওয়াদকে স্বস্থানে স্থাপন করে সমগ্র কুরাইশদের বিরোধ মিটিয়ে দেন।
ইমাম কাস্তালানী رحمة الله عليه এর মতে ঐদিনে মক্কা বিজয় হয়েছিল, ঐ দিনে সুরা মায়েদা অবর্তীন হয়েছিল, অর্থাৎ- আল্লাহর সমস্ত নেয়ামতের ভান্ডার সম্বলিত নিন্মোক্ত আয়াতে কারীমা অবর্তীন হয়। মহান আল্লাহর বাণী :
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِيناً.
অর্থাৎ- আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার সমস্ত নেয়ামত গুলোও সম্পন্ন করলাম এবং তোমাদের জন্য ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে আমি সন্তুষ্ট হলাম। তা সর্বশেষ অবতারীত আয়াত।
বিখ্যাত মোহাদ্দেস ইমাম ইবনে আবু শায়খ ও আবু নাঈম স্বীয় দালায়েলে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) সোমবার সুবহে সাদিক লগ্নে শুভাগমন করেন। আবার কারও মতে সোমবার রজনীতে। ইমাম যারকাশী বলেন: বিশুদ্ধ মতে রাসূলুল্লাহ (ﷺ) দিনের বেলায় জন্ম গ্রহণ করেন। তবে সকলের ঐক্যমতের ভিত্তিতে ও নির্ভরযোগ্য বর্ণনার আলোকে বলা যায় যে, তিনি সোমবার সুবহে সাদিক সংলগ্নে ভূমিষ্ট হয়েছেন। তাই যুক্তি নির্ভর কথা এবং এর উপরই ফতওয়া।