যে নারীর নামাজ কবুল হয় না

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

যে নারীর নামাজ কবুল হয় না

নামাজ মুসলমান নর-নারী উভয়ের জন্যেই ফরয করা হয়েছে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ কবুল হয় না। তবে দেখুন কোন ধরণের মুসলিম নারীর নামাজ কবুল হয় না হাদিসের আলোকে জেনে নিই-)

নবী কারীম সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম এরশাদ করেন, সেই মহিলার কোন নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয়, ততক্ষণ তার নামাজ কবুল হবে না। (আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ,সিলসিলাতুস সাহীহা : হা. ১০৩১)

হারতে যাবের রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন : ‘তিন’ ব্যক্তির নামাজ কবুল হয় না। এবং তাদের সৎ আমল ঊরধ্বমুখি হয় না । ১) পলাতক গোলাম, যতক্ষণ সে না মালিকের নিকট ফিরে আসে। ২) যে স্ত্রীর উপর স্বামী অসন্তুষ্ট থাকে ।৩) মাতাল, যতক্ষণ না জ্ঞান ফিরে।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment