পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
যেভাবে মন ভাল রাখবেনঃ
১. সর্বাবস্হায় নিজের ঈমান হেফাজতে রাখা।
(ইবনে মাযাহঃ৩৮৩৪)
২. আল্লাহ তা’আলার উপর তাওয়াক্বুল রাখা।
(সূরা ইউসুফঃ৬৭)
৩. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা।
(সহীহ মুসলিমঃ৪০৮)
৪. আল্লাহর ভয় জাগ্রত করা।(সুরা বাক্বারাহঃ১৫০)
৫. কারো প্রতি হিংসা, বিদ্বেষ ও ক্ষোভ না রাখা।
(সহীহ মুসলিমঃ ২৫৫৯)
৬. অহংকার না রাখা। (সহীহ মুসলিমঃ৯১)
৭.বেশি বেশি করে নাত শুনুন।
৮.আল্লাহর ভয়ে কান্নাকাটি করুন।
৯.সরলভাবে চলাফেরা করুন।
১০.মানুষ সহ যাবতীয় জীব-যন্তুর প্রতি দয়া ও ভাল ব্যবহার করুন।
১১.অসহায়কে সেবা করুন।
১২.অন্যের সাথে হাসি-খুশি ভাবে সুন্দর ব্যবহার করুন।
১৩.বেশি করে নিরবে জিকির পড়ুন।





Users Today : 256
Users Yesterday : 767
This Month : 14678
This Year : 186549
Total Users : 302412
Views Today : 21144
Total views : 3597887